কোণার্কে নৌকায় দুর্ঘটনা, প্রযোজকের বোন মৃত

দাদাকে রাখি পরানো আর হল না। সপরিবার পুরী বেড়াতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রযোজক শ্রীকান্ত মোহতার বোন সুনীতা ঝাওয়াড়। গত রবিবার সকালে ছেলেমেয়ে এবং স্বামীর সঙ্গে পুরী গিয়েছিলেন আলিপুরের বাসিন্দা সুনীতা। ওই দিনই দুপুরে তাঁরা কোণার্কের কাছে রামচণ্ডী সৈকতে যান নৌকাবিহারের জন্য। সেখানে একটি খাঁড়ির কাছে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০৩:৪৩
Share:

সুনীতা ঝাওয়াড়

দাদাকে রাখি পরানো আর হল না। সপরিবার পুরী বেড়াতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রযোজক শ্রীকান্ত মোহতার বোন সুনীতা ঝাওয়াড়।

Advertisement

গত রবিবার সকালে ছেলেমেয়ে এবং স্বামীর সঙ্গে পুরী গিয়েছিলেন আলিপুরের বাসিন্দা সুনীতা। ওই দিনই দুপুরে তাঁরা কোণার্কের কাছে রামচণ্ডী সৈকতে যান নৌকাবিহারের জন্য। সেখানে একটি খাঁড়ির কাছে দুর্ঘটনাটি ঘটে। শ্রীকান্ত জানিয়েছেন, হঠাৎই নৌকার রেলিং খুলে গিয়ে জলে পড়ে যান সুনীতা। সেখানে জলের গভীরতা ১০-১২ ফুটের বেশি ছিল না। বছর ৪০-এর সুনীতাকে পড়তে দেখেই চালক দ্রুত জলে নেমে যান। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তাঁর কোনও চিহ্নই খুঁজে পাওয়া যায়নি বলে জানান পরিবারের লোকজন।

রবিবার রাতের মধ্যে শ্রীকান্ত-সহ পরিবারের অনেকেই পৌঁছে যান পুরীতে। সে দিন রাত আড়াইটে পর্যন্ত দুর্ঘটনাস্থলে তাঁরা অপেক্ষা করছিলেন যদি কোনও খবর পাওয়া যায়। ওই চত্বরে উপকূলরক্ষী বাহিনীর একটি ছাউনি ছিল। সোমবার সকালে বাহিনীর তরফে স্কুটার নিয়ে ফের শুরু হয় খোঁজ। শেষমেশ দুর্ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে উদ্ধার হয় দেহ। সোমবার পুরী চলে যান টলিউড অভিনেতা এবং সাংসদ দেবও। সুনীতাদের ফিরে আসার কথা ছিল সোমবার। ওই দিনই গাড়িতে বাড়ি ফিরল তাঁর দেহ।

Advertisement

বুধবার শ্রীকান্ত মোহতার জন্মদিন। তার পর দিনই রাখি। তার আগেই চলে গেলেন বোন। বিধ্বস্ত শ্রীকান্ত মঙ্গলবার বলেন, ‘‘পরিবারের জন্য খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এখনও এটা মেনে নিতে পারছি না। তবে ইন্ডাস্ট্রির সবাই পাশে আছেন বলে আমি কৃতজ্ঞ।’’ দেব বলেন, ‘‘মানুষের জীবন যে কত ঠুনকো, এই ঘটনা থেকে আবার তার প্রমাণ পেলাম। আর কাউকে যেন এমন আঘাত পেতে না হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন