Body Recovered in Dum Dum

দমদমের ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার, নিখোঁজ স্বামী, বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে গোলমালের জের?

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) অনুপম সিংহ জানিয়েছেন, গলা টিপে বা মহিলার মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে। তার পর থেকে অভিযুক্ত স্বামী ফেরার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৫:৫১
Share:

— প্রতীকী চিত্র।

দমদমের নাগেরবাজারে হনুমান মন্দিরের কাছে এক মহিলার দেহ উদ্ধার। একটি ফ্ল্যাটের ভিতরে পড়ে ছিল দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বিউটি বসু। তাঁর স্বামী অমিত বসু নিখোঁজ। সন্দেহের তির তাঁর দিকেই। অভিযোগ, স্ত্রীকে খুন করে পালিয়ে গিয়েছেন তিনি। অভিযুক্তের খোঁজ চলছে।

Advertisement

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) অনুপম সিংহ জানিয়েছেন, গলা টিপে বা মহিলার মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে। তার পর থেকে অভিযুক্ত স্বামী ফেরার। এই ঘটনার তদন্ত চলছে। অমিতের খোঁজ করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহ-বহির্ভূত সম্পর্ক বা আর্থিক কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। সেই ঝগড়ার কারণেই বিউটিকে খুন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement