Bomb Blast

বাড়িতে মজুত বোমা ফেটে বিস্ফোরণ, উড়ে গেল ছাদ! কল্যাণীকাণ্ডের মধ্যেই আতঙ্ক কেতুগ্রামে

নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে শোরগোলের মধ্যেই বোমা বিস্ফোরণ পূর্ব বর্ধমানের কেতুগ্রামে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৫
Share:

—প্রতীকী চিত্র।

নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে শোরগোলের মধ্যেই বোমা বিস্ফোরণ পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। মজুত করে রাখা বোমা ফেটে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাড়ির শৌচাগারে বেশ কিছু বোমা মজুত করে রাখা ছিল। সেগুলি ফেটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে উড়ল বাড়ির ছাদও।

Advertisement

রবিবার সন্ধ্যায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে কেতুগ্রামের চেঁচুড়ি গ্রাম। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িটিতে কেউ ছিলেন না। গৃহকর্তা কর্মসূত্রে বাইরে থাকেন। ফলে বাড়িতে কে বা কারা বোমা মজুত করে রাখলেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, ‘‘যে বাড়ির শৌচাগারে বিস্ফোরণ ঘটেছে, সেটি পোড়ো বাড়ি। ১৫-১৬ বছর ধরে বাড়িতে কেউ থাকে না। আমরা একটা স্বতঃপ্রণোদিত মামলা করব।’’

গত বিধানসভা ভোটের আগের রাতে কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে বোমা মেরে কুপিয়ে খুন করা হয়েছিল তৃণমূলের বুথ সভাপতি মিন্টু শেখকে। দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছিলেন মিশির শেখ ওরফে নজরুল ইসলাম নামে মিন্টুর এক সঙ্গী। সেই দিন বাইকে চড়ে বাড়ি ফেরার সময় তাঁদের উপর হামলা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement