টুকরো খবর

মণীন্দ্র কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্তকে অপসারণের সিদ্ধান্ত বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আর্থিক দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগ ওঠায় কলেজের পরিচালন কমিটির বৈঠকে ২ অগস্ট মন্টুরামবাবুর অপসারণের প্রস্তাব গৃহীত হয়।

Advertisement
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৪ ০২:৪৮
Share:

অধ্যক্ষকে ফেরাতে নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

মণীন্দ্র কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্তকে অপসারণের সিদ্ধান্ত বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আর্থিক দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগ ওঠায় কলেজের পরিচালন কমিটির বৈঠকে ২ অগস্ট মন্টুরামবাবুর অপসারণের প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাবকে চ্যালেঞ্জ করে ৪ অগস্ট হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। বিচারপতি দীপঙ্কর দত্ত এ দিন নির্দেশ দেন, কলেজ পরিচালন কমিটি ২৪ অক্টোবরের মধ্যে শৃঙ্খলাভঙ্গের জন্য চার্জশিট পেশ না করলে, মন্টুরামবাবুকে তার পরে স্থায়ী ভাবে কলেজের অধ্যক্ষের পদে নিযুক্ত করতে হবে।

Advertisement

ভুল লাইনে দুরন্ত এক্সপ্রেস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

একটুর জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচল হাওড়ামুখী যশোবন্তপুর দুরন্ত এক্সপ্রেস। বুধবার দুপুরে খড়্গপুর ডিভিশনে বাস্তা স্টেশনের দিকে যাওয়ার সময়ে চালক বুঝতে পারেন, পয়েন্ট ভুল দেওয়ায় তিনি মেন লাইনের বদলে অন্য লাইনে (লুপ) চলে যাচ্ছেন। গতি কম থাকায় তিনি ট্রেন থামিয়ে দেন। শ’দুয়েক মিটার দূরে ওই লুপ লাইনেই দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। এ দিনই ট্রাকের ধাক্কায় বাস্তা স্টেশনের কাছে একটি লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে সিগন্যাল খারাপ হয়ে যায়। ফলে রেল কর্তৃপক্ষ ওই লাইনে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন। তাই রক্ষা পেল দুরন্ত।

আধ যুগ জেলে কাটিয়ে খুনের আসামি বেকসুর

খুনের মামলায় একটি লোককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। সাড়ে ছ’বছর জেলে কাটানোর পরে অনিল রায় নামে ওই ব্যক্তিকে বুধবার বেকসুর খালাস দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। সেই জন্যই তাঁকে বেকসুর মুক্তির নির্দেশ দেওয়া হচ্ছে। অনিলের আইনজীবী কল্লোল মণ্ডল জানান, জলপাইগুড়ির মাল থানা এলাকার বড়ঘরিয়ার বাসিন্দা, স্বর্ণশিল্পী রসময় সরকারকে খুনের অভিযোগে তাঁর মক্কেলকে ২০০৮ সালের ৩১ জানুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল জলপাইগুড়ি জেলা আদালত। অনিল জেল থেকেই হাইকোর্টে আপিল করেন। আধ যুগেরও বেশি কারাবাসের পরে ওই বন্দিকে মুক্তির নির্দেশ দেয় উচ্চ আদালত।

শুনানি এক যুগ পরে

বিস্ফোরণ ঘটিয়ে হাওড়া স্টেশন ও হাওড়া সেতু উড়িয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছে, এই অভিযোগে মামলা রুজু হয়েছিল ১২ বছর আগে। এক যুগ পরে হাওড়া আদালতে ওই দেশদ্রোহের মামলার ফের শুনানি হল বুধবার। শুনানির জন্য গুজরাতের সাবরমতী জেল থেকে আনা হয় অন্যতম মূল অভিযুক্ত, পটনার বাসিন্দা আমিল পারোয়াজকে। ১২ বছর আগে হাওড়া স্টেশনেই আরডিএক্স-সহ গ্রেফতার করা হয়েছিল আমিলকে। আফতাব আনসারিও হাওড়া রেল পুলিশ থানার ওই মামলায় অন্যতম অভিযুক্ত।

মুকুলের বার্তা

পুরভোট সামনে। তারপরে বিধানসভা ভোট। এখন থেকেই বিভিন্ন জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে উদ্যোগী হল শাসক দল। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা ও বুধবার বাঁকুড়ায় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুকুল রায়। গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ না-হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মুকুলবাবু। বৃহস্পতিবার পুরুলিয়া ও নদিয়ায় বৈঠক।

বাম বিক্ষোভ

বিরোধীদের উপরে হামলা এবং পুলিশের পক্ষপাতিত্বের প্রতিবাদে ধর্মতলায় অবস্থান-বিক্ষোভ শুরু করলেন বাম নেতৃত্ব। প্রথম দিনেই সূর্যকান্ত মিশ্র-সহ সব বাম দলের নেতাই বুঝিয়ে দিয়েছেন, অবস্থান-স্মারকলিপির রাজনীতি থেকে তাঁরা বেরিয়ে আসতে চান। বৃহস্পতিবার লালবাজার অভিযানে থাকতে পারেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement