মায়ের মৃত্যু এক ধাক্কায়, মেয়ে উধাও

বচসা বেধেছিল প্রৌঢ়া মা আর তরুণী মেয়ের মধ্যে। তার জেরে খুন হলেন মা। গৃহকর্তার অভিযোগ, মেয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ায় প্রাণ হারিয়েছেন মা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নোয়াপাড়া থানার ইছাপুর প্রান্তিকে। অভিযুক্ত তরুণী তার পর থেকেই পলাতক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০৩:০৯
Share:

বচসা বেধেছিল প্রৌঢ়া মা আর তরুণী মেয়ের মধ্যে। তার জেরে খুন হলেন মা। গৃহকর্তার অভিযোগ, মেয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ায় প্রাণ হারিয়েছেন মা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নোয়াপাড়া থানার ইছাপুর প্রান্তিকে। অভিযুক্ত তরুণী তার পর থেকেই পলাতক।

Advertisement

পুলিশি সূত্রের খবর, নিহত প্রৌঢ়ার নাম শ্যামলী সাহা (৫৬)। তাঁর স্বামী কিরীটী সাহা থানায় দায়ের করা অভিযোগে জানান, তাঁদের মেয়ে কস্তুরী সাহা বুধবার সন্ধ্যায় কাজ থেকে ফেরার পরে কোনও একটি বিষয় নিয়ে মায়ের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়ে। দীর্ঘ বচসার মধ্যেই কস্তুরী মাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বেশ কিছু টাকা ও গয়না নিয়ে বেরিয়ে যায়। কিরীটীবাবু তখন বাড়িতে ছিলেন না। কস্তুরীই রাতে বাবাকে ফোন করে পুরো ঘটনাটি জানায় এবং বলে, ‘তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখো, মায়ের কী হল’।

কিরীটীবাবু তড়িঘড়ি বাড়ি পৌঁছে দেখেন, স্ত্রী একটি ঘরে পড়ে আছেন। দেহে প্রাণ নেই। পুলিশ শ্যামলীদেবীর দেহ ময়না-তদন্তে পাঠায়। কিরীটীবাবু তার পরেই মেয়ে কস্তুরীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ দায়ের করেন থানায়। পুলিশ কস্তুরীকে খুঁজছে। কিরীটীবাবু থানায় জানান, বছর দেড়েক আগে কস্তুরীর বিয়ে হয়েছিল। কিন্তু কিছু দিন পরেই স্বামীর সঙ্গে গোলমাল বাধে। শেষ পর্যন্ত কস্তুরী স্বামীর বিরুদ্ধে বধূ-নির্যাতনের অভিযোগ আনে এবং শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসে। তখন থেকে সে বাবা-মায়ের সঙ্গে থাকত, কাজ করত কলসেন্টারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন