Bunker near Bangladesh Border

লাল্টু-রহস্যের মধ্যেই ফের বাঙ্কারের হদিস বাংলাদেশ সীমান্তে! তল্লাশি চালাতে গিয়ে মার খেল বিএসএফ

নদিয়ার কৃষ্ণগঞ্জে লাল্টু মহারাজের বাঙ্কার-রহস্যের জট এখনও খোলেনি। তার মধ্যেই আরও একটি বাঙ্কারের হদিস মিলল বাংলাদেশ সীমান্তে!

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৫
Share:

(বাঁ দিকে) হদিস পাওয়া বাঙ্কার। বিএসএফের গাড়িতে হামলা (ডান দিকে)।

নদিয়ার কৃষ্ণগঞ্জে লাল্টু মহারাজের বাঙ্কার-রহস্যের জট এখনও খোলেনি। তার মধ্যেই আরও একটি বাঙ্কারের হদিস মিলল বাংলাদেশ সীমান্তে! গোপন সূত্র মারফত খবর পেয়ে সেখানে তল্লাশি চালাতে গিয়ে এ বার আক্রান্ত হতে হল বিএসএফ-কে। অভিযোগ, মারধর করা হয়েছে জওয়ানদের। তাঁদের গাড়িও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যদিও সোমবার ওই ঘটনায় এখনও কেউই গ্রেফতার হননি।

Advertisement

কয়েক দিন আগে লাল্টুর দু’বিঘা জমির নীচে চার-চারটি বাঙ্কার থেকে বিপুল পরিমাণে ফেনসিডিল নামক এক ধরনের মাদক দ্রব্য উদ্ধার করেছিল বিএসএফ। তদন্তকারীদের অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশেই বাঙ্কারে মজুত করে রাখা হয়েছিল ওই ফেনসিডিল। তা নিয়ে জেলা জুড়ে জোর শোরগোল পড়েছিল। তার মধ্যেই সোমবার ফের কৃষ্ণগঞ্জের মথুরাপুরে একটি বাঙ্কারে প্রচুর পরিমাণ ফেনসিডিল মজুত করে রাখা হয়েছে বলে খবর পায় বিএসএফ। এর পরেই তল্লাশি অভিযানে যান বিএসএফ কর্তারা। সেখানেই তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ।

বিএসএফ সূত্রে খবর, গত মাসে বিশ্বস্ত সূত্রে খবর মিলেছিল, কৃষ্ণগঞ্জ থানা এলাকার নঘাটা গ্রামে একটি বাগানে ভূগর্ভস্থ বাঙ্কার তৈরি করে কোটি কোটি টাকার মাদক লুকিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে ওই বাগানে তল্লাশি শুরু করে বিএসএফ। খবর দেওয়া হয় পুলিশে। শেষমেশ ওই বাগানে চারটি বাঙ্কারের খোঁজ পান জওয়ানেরা। উদ্ধার হয় ৬২,২০০ বোতল ফেনসিডিল। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement