Bangladeshi Push Back

এ পারে অনুপ্রবেশ! মামলার নিষ্পত্তি হতেই ৮৯ জন বাংলাদেশিকে বঙ্গের সীমান্ত দিয়ে ও পারে পাঠাল বিএসএফ

বাহিনী সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ভারতে অবৈধ ভাবে বসবাস করছিলেন তাঁরা। ধরা পড়ার পর থেকেই আইনি প্রক্রিয়া চলছিল। সম্প্রতি তার নিষ্পত্তি হওয়ায় তাঁদের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৫:৩৬
Share:

শনিবার বাংলাদেশি নাগরিকদের ও পারে পাঠানো হচ্ছে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে। —নিজস্ব চিত্র।

৮৯ জনকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাহিনী সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ভারতে অবৈধ ভাবে বসবাস করছিলেন তাঁরা। ধরা পড়ার পর থেকেই আইনি প্রক্রিয়া চলছিল। সম্প্রতি তার নিষ্পত্তি হওয়ায় তাঁদের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বিজিবি-র কুষ্টিয়া ৪৭ ব্যাটেলিয়নের অধীনস্থ কাথুলি সীমান্ত দিয়ে ৩০ জন, গাংনি উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ৩০ জন এবং চুয়াডাঙা ৬ ব্যাটেলিয়নের অধীনস্থ মুজিবনগর সীমান্ত দিয়ে আরও ২৯ জন— সব মিলিয়ে ৮৯ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার বিভিন্ন সীমান্তে বিএসএফ এবং বিজিবি-র মধ্যে কমান্ডার পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে বলে খবর বাহিনী সূত্রে। বাহিনীর সূত্র জানিয়েছে, বিজিবি-র কুষ্টিয়া ৪৭ ব্যাটেলিয়ন এবং চুয়াডাঙা ৬ ব্যাটেলিয়নের সঙ্গে বিএসএফ-এর ১১ ব্যাটেলিয়ন এবং ১৬১ ব্যাটেলিয়নের মধ্যে বৈঠক হয়। তেহট্ট ও মুরুটিয়া সীমান্তের কাছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার কাথুলি কোম্পানির কমান্ডার সুবেদার মিজানুর রহমান এবং নদিয়ার তেহট্টে বিএসএফ-এর ৫৬ ব্যাটেলিয়নের টেইপুর কোম্পানি কমান্ডার এসি আনচ কুমারের বৈঠকের পর ৩০ জন বাংলাদেশি নাগরিককে নথিপত্র-সহ বিজিবির হাতে হস্তান্তর করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement