RG Kar Rape and Murder Case

বেকসুর খালাস চান আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয়, মামলা গ্রহণ করল হাই কোর্ট, সিবিআই চায় মৃত্যুদণ্ড, শুনানি শুরু সেপ্টেম্বরে

আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দেয় শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে সিবিআই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১১:৩৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আরজি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের মামলা গ্রহণ করল কলকাতা হাই কোর্ট। আদালতে তিনি বেকসুর খালাসের আবেদন করেছিলেন। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআইয়ের দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটিও জুড়ে শুনানি হবে। আগামী সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি।

Advertisement

বুধবার হাই কোর্ট এ-ও জানিয়েছে, নির্যাতিতার পরিবার চাইলে এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে। সঞ্জয়ের আইনজীবী কৌশিক গুপ্তের বক্তব্য, কিছু সাক্ষ্যপ্রমাণের উপর নির্ভর করে অভিযোগ প্রমাণিত হয় না। তাঁর মক্কেলকে বেকসুর খালাস দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দেয় শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দোষীর মৃত্যুদণ্ডের জন্য আবেদন করেছে। এমতাবস্থায় বেকসুর খালাস চেয়ে হাই কোর্টে পাল্টা মামলা দায়ের করেন সঞ্জয়।

Advertisement

আরজি করের চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয়কে শিয়ালদহ কোর্ট গত জানুয়ারি মাসে যাবজ্জীবনের জেলের সাজা দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছেন ওই বরখাস্ত সিভিক ভলান্টিয়ারের আইনজীবী। শিয়ালদহ আদালত রায় ঘোষণার পরেই সঞ্জয়ের আইনজীবী বলেছিলেন, ‘‘উচ্চ আদালতের দ্বারস্থ হব। যে কোনও অভিযুক্ত, যিনি দোষী প্রমাণিত হচ্ছেন, তাঁর অধিকার থাকে উচ্চ আদালতে আবেদন করার। এই আবেদনের পরিকল্পনা করার জন্য সময় নেব।’’ তিনি এ-ও জানিয়েছিলেন, অপরাধী সাব্যস্ত হওয়া সঞ্জয়কে আদতে ‘নির্যাতিত’ বলে মনে করছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement