Calcutta High Court

জাতীয় মহিলা কমিশনের সদস্যের বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ হাই কোর্টের

গত বছর অক্টোবর মাসে একটি হিংসার ঘটনায় অর্চনার বিরুদ্ধে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের হয়। ওই এফআইআর খারিজ চেয়ে আদালতে মামলা করেছিলেন অর্চনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ২০:৪৫
Share:

—প্রতীকী ছবি।

জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত ওই নির্দেশ দেন। গত বছর অক্টোবর মাসে একটি হিংসার ঘটনায় অর্চনার বিরুদ্ধে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের হয়। ওই এফআইআর খারিজ চেয়ে আদালতে মামলা করেছিলেন অর্চনা।

Advertisement

অন্য দিকে, জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বীরভূমের পুলিশ সুপার (এসপি) আমনদীপ। তাঁর বক্তব্য, একটি মামলায় তদন্ত চলাকালীন নাক গলাচ্ছে মহিলা কমিশন। আগামী ১৪ জুলাই তাঁকে দিল্লিতে হাজিরার নির্দেশ দিয়ে মামলার কেস ডায়েরি নিয়ে যেতে বলা হয়েছে বলেও আদালতে জানিয়েছেন পুলিশ সুপার। মঙ্গলবার পুলিশ সুপারের আইনজীবী এই বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন। বুধবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement