বাড়ির ঠাকুর ভাসানে রাজ্যের আর্জি খারিজ

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। দুর্গাপ্রতিমা বিসর্জন নিয়ে সোমবার সেই ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল তারা। বাড়ির প্রতিমা ভাসানের ক্ষেত্রে বিচারপতি দীপঙ্কর দত্তের সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৬ ০২:০৬
Share:

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। দুর্গাপ্রতিমা বিসর্জন নিয়ে সোমবার সেই ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল তারা। বাড়ির প্রতিমা ভাসানের ক্ষেত্রে বিচারপতি দীপঙ্কর দত্তের সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।

Advertisement

রাজ্যের নির্দেশ ছিল, ১১ অক্টোবর, মঙ্গলবার দশমীতে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির পুজোর প্রতিমা ভাসান দেওয়া যাবে। কিন্তু তিনটি বাড়ির পুজোর আবেদনের ভিত্তিতে বিচারপতি দীপঙ্কর দত্ত গত ৬ অক্টোবর জানিয়েছিলেন, ওই সব বাড়ির প্রতিমা দশমীর রাত সাড়ে ৮টা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে।

বিচারপতি দত্তের সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য। সোমবার, নবমীর দিন বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে রাজ্যের আবেদনের শুনানি হয়। সব পক্ষের বক্তব্য শুনে এ দিন বিচারপতি দত্তের নির্দেশে সিলমোহর দিয়েছে ডিভিশন বেঞ্চ। বাড়ির প্রতিমা বিসর্জন নিয়ে রাজ্যের আবেদন খারিজ হয়ে গিয়েছে।

Advertisement

রাজ্য এর আগে দশমীর দিন বিকেল ৪টের পরে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না বলে সময়সীমা বেঁধে দেওয়ায় হাইকোর্টের প্রধান বিচারপতি গিরীশ গুপ্ত ও বিচারপতি অরিন্দম সিংহের ডিভিশন বেঞ্চেও পৃথক একটি জনস্বার্থ মামলা হয়েছিল। ৬ অক্টোবর সেই মামলার শুনানির পরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দেয়, বারোয়ারি পুজোর বিসর্জনের ক্ষেত্রে রাজ্যের নির্দেশ বলবৎ থাকলেও বাড়ির প্রতিমা নিরঞ্জনের সময়সীমা দশমীর সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়াতে হবে। সে-ক্ষেত্রে কয়েকটি শর্তও আরোপ করা হয়েছিল। বলা হয়েছিল, বিসর্জনের সময় কোনও শোভাযাত্রা বার করা যাবে না। যাঁরা নিরঞ্জনে যাবেন, তাঁরা গাড়িতে চেপে যেতে পারবেন। তবে ভাসানের জন্য প্রতিমা নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট থানার ওসি-র ঠিক করে দেওয়া রুটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন