Calcutta High Court

শ্রীরামপুর স্টেশনে হকার উচ্ছেদ করতে পারে রেল, স্থগিতাদেশ তুলে নিয়ে জানাল হাই কোর্ট

গত ২৭ ফেব্রুয়ারি শ্রীরামপুর স্টেশন থেকে হকারদের সরে যাওয়ার নির্দেশিকা জারি করেছিলেন রেল কর্তৃপক্ষ। এত দিন তাতে স্থগিতাদেশ ছিল। সেই স্থগিতাদেশই তুলে নিলেন বিচারপতি অমৃতা সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ২০:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শ্রীরামপুর স্টেশন এলাকায় জবরদখল হটাতে সবুজসঙ্কেত দিল কলকাতা হাই কোর্ট। রেলের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করে বুধবার রেলের ‘সাফাই অভিযান’কে মান্যতা দিয়ে হকার উচ্ছেদে সায় দিল উচ্চ আদালত।

Advertisement

গত ২৭ ফেব্রুয়ারি শ্রীরামপুর স্টেশন থেকে হকারদের সরে যাওয়ার নির্দেশিকা জারি করেছিলেন রেল কর্তৃপক্ষ। এত দিন তাতে স্থগিতাদেশ ছিল। সেই স্থগিতাদেশই তুলে নিলেন বিচারপতি অমৃতা সিংহ।

শ্রীরামপুর স্টেশন লাগোয়া এলাকায় উন্নয়নের স্বার্থে ‘অমৃত ভারত প্রকল্প’ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই প্রকল্পের আওতায় সেখানে জবরদখলকারি হকারদের উচ্ছেদের সিদ্ধান্ত নেয় রেল। তাদের বক্তব্য, ওই জায়গাটি রেলের অধীনে রয়েছে। পাল্টা হকারদের তরফে বলা হয়, স্টেশন লাগোয়া ওই এলাকায় প্রায় ৫০ বছর ধরে ব্যবসা চলছে। এখন আচমকা নোটিস দিয়ে উচ্ছেদের কথা বলছে রেল।

Advertisement

জানুয়ারি মাসে ওই মামলার শুনানিতে হাওড়ার ডিআরএম-কে হকারদের নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবার তাঁর রিপোর্টে সন্তুষ্ট হয় আদালত। বিচারপতি জানান, রেলের কাজে হস্তক্ষেপ করা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement