উঠে গেল স্থগিতাদেশ, চলবে শিক্ষক নিয়োগ

মাস চারেক আগেকার স্থগিতাদেশ অংশত তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। তাই নবম ও দশম শ্রেণির জন্য স্কুলে বাংলা শিক্ষক নিয়োগের জটিলতা আপাতত কেটে গেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০৪:২৮
Share:

মাস চারেক আগেকার স্থগিতাদেশ অংশত তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। তাই নবম ও দশম শ্রেণির জন্য স্কুলে বাংলা শিক্ষক নিয়োগের জটিলতা আপাতত কেটে গেল।

Advertisement

একটি মামলার প্রেক্ষিতে অগস্টে বাংলা শিক্ষক নিয়োগের উপরে স্থগিতাদেশ জারি করেছিলেন হাইকোর্টের বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি জানিয়েছেন, প্রতিবন্ধী কোটায় বাংলা শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ থাকলেও সাধারণ বা অন্য কোটার নিয়োগের উপরে আর স্থগিতাদেশ থাকছে না।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ২০১৭ সালের ডিসেম্বরে এক বিজ্ঞপ্তিতে জানায়, নবম ও দশম শ্রেণির বাংলা শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী কোটার আসন-সংখ্যা তিন থেকে কমে এক হচ্ছে। এক প্রতিবন্ধী প্রার্থী সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন। নিয়োগের উপরে স্থগিতাদেশ জারি করেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। তার পরে সাধারণ কোটার ১৫ জন শিক্ষকপদ প্রার্থী মামলা করেন হাইকোর্টে।

Advertisement

ওই ১৫ জন প্রার্থীর আইনজীবী আশিসকুমার চৌধুরী জানান, মামলার আবেদনে বলা হয়, সামগ্রিক ভাবে নিয়োগ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ জারি থাকলে সাধারণ বা অন্য কোটার প্রার্থীরা বিপদে পড়বেন। পরবর্তী কালে নিয়োগের মেধা-তালিকা বাতিল হয়ে যেতে পারে। সেই আবেদন শুনে বিচারপতি বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, সম্পূর্ণ মেধা-তালিকা আদালতে পেশ করতে হবে।

কমিশনের আইনজীবী তালে মাসুদ সিদ্দিকি এ দিন আদালতে সেই তালিকা পেশ করে জানান, গোটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা রয়েছে। কমিশনের আইনজীবীকে সমর্থন করেন রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত। কমিশনের আইনজীবী জানান, ২০১৬ সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল।

দু’বছর পেরিয়ে যাচ্ছে। এখনও স্থগিতাদেশ থাকলে প্রার্থীরা অসুবিধায় পড়বেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন