Calcutta High Court

হাওড়া কোর্টে আইনজীবীদের উপর লাঠিচার্জ: ৭ পুলিশকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল হাই কোর্ট

হাওড়া আদালতে আইনজীবীদের উপর লাঠিচার্জের ঘটনায় সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৫:১৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হাওড়া আদালতে আইনজীবীদের উপর লাঠিচার্জের ঘটনায় সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাই কোর্ট।

Advertisement

শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ওই সাত পুলিশ অফিসারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত। পরবর্তী শুনানির দিন তাঁদের সশরীরে হাজিরা দিতে হবে আদালতে। হাজিরা দিয়ে তাঁদের জানাতে হবে, কেন তাঁদের বিরুদ্ধে আদালত পদক্ষেপ করবে না। সরাসরি তাঁদের কাছ থেকে এই জবাব চায় আদালত। আগামী ২৫ জুন এই মামলার পরবর্তী শুনানি।

২০১৯ সালে হাওড়া কোর্টে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে আদালত চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনজীবীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা হয় হাই কোর্টে। শুক্রবার ওই মামলায় রায় ঘোষণা করে আদালত।

Advertisement

দুই বিচারপতির বেঞ্চ জানায়, পুলিশকর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। তাঁদের বিরুদ্ধে রুল জারি করা হল। রুল জারি করা হয়েছে পুলিশ অফিসার ভাবনা গুপ্তা, বিশাল গর্গ, ভিএসআর অনন্ত নাগ, গোলাম সারোয়ার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিপিন তামাং এবং রাজর্ষি দত্তের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement