বিচারপতিরা হাজির, কাজ বন্ধ হাইকোর্টে

পাঁচ দিনের কর্মবিরতির দ্বিতীয় দিন, মঙ্গলবারেও সরকার পক্ষের কোনও আইনজীবীকে কলকাতা হাইকোর্টে মামলা লড়তে দেখা গেল না। শূন্য পদে বিচারপতি নিয়োগের দাবিতে আইনজীবীদের তিনটি সংগঠন সোমবার থেকে পাঁচ দিনের প্রতীকী কর্মবিরতি পালন করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১৫
Share:

পাঁচ দিনের কর্মবিরতির দ্বিতীয় দিন, মঙ্গলবারেও সরকার পক্ষের কোনও আইনজীবীকে কলকাতা হাইকোর্টে মামলা লড়তে দেখা গেল না। শূন্য পদে বিচারপতি নিয়োগের দাবিতে আইনজীবীদের তিনটি সংগঠন সোমবার থেকে পাঁচ দিনের প্রতীকী কর্মবিরতি পালন করছে।

Advertisement

তৃণমূলের আইনজীবী সেলের ঘোষণা ছিল, তারা কর্মবিরতির বিরুদ্ধে। তাদের সদস্যেরা সোমবার থেকে মামলা লড়বেন। কিন্তু সোম ও মঙ্গলবার হাইকোর্টে বিচারপতিরা এজলাসে বসলেও তৃণমূল আইনজীবী সেলের সদস্য বা সরকারি প্যানেলের কাউকে মামলা লড়তে দেখা যায়নি। ওই সেলের চেয়ারম্যান পান্তু দেবরায় বলেন, ‘‘আমাদের কিছু সদস্য সোম ও মঙ্গলবার আদালতে ছিলেন। কিন্তু বিপক্ষের কৌঁসুলি না-থাকায় শুনানি হয়নি।’’ তাঁর অভিযোগ, বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাই কোর্ট গাউন ও মামলার নথি পেতে অসুবিধা হচ্ছে।

হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম মজুমদার জানান, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, পাবলিক প্রসিকিউটর আদালতে এলেও এজলাসে তাঁদের দেখা যায়নি। আজ, বুধবার কেন্দ্রীয় আইন মন্ত্রক ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে কর্মবিরতির সর্বসম্মত প্রস্তাবটি পৌঁছে দেবেন উত্তমবাবু। বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের দিন স্থির করার চেষ্টাও চালাবেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন