West Bengal Madrasah Service Commission

মাদ্রাসায় গ্রুপ ডি কর্মী নিয়োগে অবশেষে অনুমতি! কলকাতা হাই কোর্টের ছাড়পত্রে ১৫ বছর পর পূরণ হতে চলেছে শূন্যপদ

বুধবার ওই মামলার শুনানিতে আগামী ২১ দিনের মধ্যে নিয়োগপ্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি পার্থসারথি সেনের রায়, নিয়োগপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১২:১০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

১৫ বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। শেষ বার রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১০ সালে। তার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫ বছর কেটে গেলেও পরীক্ষায় উত্তীর্ণেরা চাকরি পাননি। দীর্ঘ দেড় দশক পর এ বার সেই শূন্যপদগুলিতে নিয়োগে জট কাটল।

Advertisement

বুধবার ওই মামলার শুনানিতে আগামী ২১ দিনের মধ্যে নিয়োগপ্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি পার্থসারথি সেনের রায়, নিয়োগপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। পাশাপাশি, হাই কোর্ট জানিয়েছে, ২০১০ সালের নিয়োগবিধি মেনেই নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে মাদ্রাসা কমিশনকে।

রাজ্যের মাদ্রাসাগুলিতে এই মুহূর্তে গ্রুপ ডি কর্মীদের ২৯২টি শূন্যপদ রয়েছে। গত ১৫ বছরেও সেই শূন্যপদগুলিতে নিয়োগ না হওয়া নিয়ে মামলা চলছিল হাই কোর্টে। সফল প্রার্থীদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম এবং সুমনশঙ্কর চট্টোপাধ্যায়। সেখানেই এই নির্দেশ দিল উচ্চ আদালত। আদালতের এই রায়ে দীর্ঘ দিন পর প্রায় ৩০০ শূন্যপদ পূরণে জট কাটল।

Advertisement

২০১০ সালে বাম আমলে রাজ্যের মাদ্রাসা স্কুলগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। জানানো হয়, ওই নিয়োগপ্রক্রিয়ায় গ্ৰুপ-ডি পদে ২৯২ কর্মীকে চাকরি দেওয়া হবে। পরের বছর, অর্থাৎ ২০১১ সালে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু অনেক চাকরিপ্রার্থী পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলায় পরে আবার পরীক্ষা নেয় ওই কমিশন। পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেও একাধিক মামলা দায়ের হয় হাই কোর্টে। সেই সব মামলা ঝুলে থাকায় আইনি জটে এত দিন পরীক্ষার ফলপ্রকাশ হয়নি। এ বার আগামী ২১ দিনের মধ্যে সেই ফল বেরোতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement