Calcutta High Court

Calcutta High Court: বগটুই: ক্ষতিপূরণ দিয়ে সাক্ষীদের প্রভাবিত করেছেন মুখ্যমন্ত্রী? রাজ্যের জবাব চাইল হাই কোর্ট

রামপুরহাটে বগটুইয়ের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করেন। তা নিয়েই আদালতে প্রশ্ন ওঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১১:৩০
Share:

ফাইল চিত্র।

রামপুরহাটের বগটুইয়ের সাক্ষীদের কি ক্ষতিপূরণ দিয়ে প্রভাবিত করা হচ্ছে? আদালতে প্রশ্ন তুলেছিলেন বগটুই-কাণ্ডের মামলাকারীর আইনজীবী। বিষয়টি নিয়ে রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাই কোর্ট।

সোমবার বগটুইয়ের ক্ষতিপূরণ মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। হাই কোর্টের বেঞ্চের কাছে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, বগটুইয়ে হত্যাকাণ্ডের পরে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। বিকাশ জানতে চান, কার সঙ্গে আলোচনা করে ওই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? তাঁর যুক্তি, এর ফলে মামলার সাক্ষীরা প্রভাবিত হতে পারেন। বিকাশের সওয়ালের পরই দুই বিচারপতির বেঞ্চ রাজ্যকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা-সহ জবাব দিতে বলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন