Calcutta High Court

রাজ্যের নিম্ন আদালতে এ বার বিচারক নিয়োগে আর বাধা নেই! স্থগিতাদেশ তুলে নিল হাই কোর্ট

২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। পিএসসি ২৯ জন বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৫:০৪
Share:

রাজ্যের নিম্ন আদালতে বিচারক নিয়োগে বাধা নেই। রায় হাই কোর্টের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগে আর বাধা থাকছে না। সেই বিচারক নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ তুলে নিল কলকাতা হাই কোর্ট। তারা জানাল, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর পদক্ষেপ সঠিক।

Advertisement

২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। পিএসসি ২৯ জন বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ। এক ওবিসি পরীক্ষার্থী অভিযোগ করে জানান, সংরক্ষণ নীতি না মেনেই ওই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গত বছর সেপ্টেম্বর মাসে ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। তার পরেই বিচারক নিয়োগ বন্ধ হয়ে যায়। সেই স্থগিতাদেশ এ বার তুলে নিল হাই কোর্ট।

বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় রায় দিয়ে বলেন, ‘‘পিএসসির নিয়োগ পদ্ধতি সঠিক থাকায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে। নিয়োগেও কোনও বাধা থাকছে না।’’ পিএসসির আইনজীবী জানান, ২০২২ থেকে যে নিয়োগ আটকে ছিল, তা এ বার শুরু করা যাবে। ফলে তরুণেরা এই পেশায় আগ্রহ দেখাবেন।

Advertisement

চলতি বছর জানুয়ারি মাসে রাজ্যের নিম্ন আদালতের পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে কর্মচারীর অভাব নিয়েও রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement