— প্রতীকী চিত্র।
মাত্র ৮০০ টাকার জন্য কাউকে খুন করা যায় না। এই ধরনের অপরাধ বর্বরোচিত, ন্যক্কারজনক ও পরিকল্পিত। দোষীদের উপর আদালত কোনও দয়া দেখাবে না। শাস্তি তাঁদের পেতে হবে। হামলা এবং খুনের ঘটনায় মালদহের ১৪ জন অভিযুক্তের আজীবন কারাদণ্ড বহাল রাখল কলকাতা হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানায়, নিরস্ত্রদের উপর ১৪ জন একসঙ্গে অস্ত্র নিয়ে হামলা করার উদ্দেশ্য হল খুন ও আঘাত করা। খুনের ধারায় অভিযুক্তদের আজীবন কারাদণ্ডের রায় বহাল থাকবে। ওই ঘটনায় অপরাধীদের জন্য আদালতের কোনও সহানুভূতি নেই।
১৯৯৮ সালের ২৯ জানুয়ারি ৮০০ টাকা এবং একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে ঘটনাটি। গুদার মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। ওই ঘটনায় প্রায় পাঁচ মাস পরে গ্রামে সালিশি সভা ডাকা হয়। সেই সময় ১৪ জন অভিযুক্ত ধারালো অস্ত্র নিয়ে যান। গুদার ও তাঁর পরিবারের উপর হামলা চালান। ওই ঘটনায় এক জনের মৃত্যু হয়। আহত হন অনেকে।