রাজ্যে ডেঙ্গির দাপট সত্ত্বেও রাজনৈতিক দলগুলি চুপচাপ। এই পরিস্থিতিতে ১৫ অগস্ট ‘ডেঙ্গি সে আজাদি’র ডাক দিয়ে পথে নামছে সদ্য-গঠিত যুব মঞ্চ ইয়ং বেঙ্গল। মূলত বামপন্থী ছাত্র-যুবকদের এই মঞ্চের তরফে প্রসেনজিৎ বসু জানান, তাঁরা রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের দাবির সঙ্গে সঙ্গে জনবিরোধী নীতির প্রতিবাদে আন্দোলন করবেন। জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের ‘ব্যর্থতা’র প্রতিবাদে ১৫ তারিখে শ্রীরামপুর ও কলকাতা পুরসভার সামনে সাফাই অভিযান হবে। ২ সেপ্টেম্বর সারা ভারত শিল্প ধর্মঘটের সমর্থনে এবং বন্ধ কারখানা খোলার দাবিতে সাইকেল মিছিল করবে ইয়ং বেঙ্গল। বৃহস্পতিবারেই গড়া হয়েছে ওই মঞ্চ। নতুন সংগঠনকে স্বাগত জানিয়ে কনভেনশনে বক্তৃতা দেন সমাজবিজ্ঞানী পার্থ চট্টোপাধ্যায়, মীরাতুন নাহার, মৌসুমী কয়াল প্রমুখ।