Jitendra Tiwari

‘অবৈধ’ বালি খাদানে গন্ডগোল! মামলা বিজেপি নেতা জিতেন্দ্রর নামে, পরে জামিনও দিল কোর্ট

‘অবৈধ’ বালি খাদানের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের ঘটনায় শেষমেশ মামলার মুখে পড়লেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৭:২৫
Share:

—ফাইল ছবি।

‘অবৈধ’ বালি খাদানের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের ঘটনায় শেষমেশ মামলার মুখে পড়লেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। জলপ্রকল্প রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকা সংস্থার এক অস্থায়ী কর্মীর অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্র-সহ দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। তার মধ্যে চারটি জামিন যোগ্য হলেও একটি জামিন অযোগ্য। তার প্রেক্ষিতে সোমবার আসানসোল আদালতে আত্মসমর্পণ করেছিলেন জিতেন্দ্র এবং গোপীনাথ পাত্র নামে এক বিজেপি কর্মী। আদালত এক হাজার টাকার বন্ডের বিনিময়ে দু’জনের জামিন মঞ্জুর করেছে।

Advertisement

পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় অজয় এবং দামোদর থেকে অবৈধ ভাবে বালিপাচারের অভিযোগ বহু দিনের। বিজেপির অভিযোগ, জামুড়িয়ার দরবারডাঙা ঘাটে সেই অবৈধ কারবার এতটাই উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে যে, একটি পানীয় জল প্রকল্প সঙ্কটে পড়তে চলেছে। আসানসোল পুর নিগমের একটি পানীয় জল প্রকল্প রয়েছে দরবারডাঙায়। এমন ভাবে ওই এলাকা থেকে বালি তোলা হচ্ছে যে, পানীয় জল প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। এর প্রতিবাদ করতেই গত ২১ ফেব্রুয়ারি স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে দরবাঙার ঘাটে গিয়েছিলেন জিতেন্দ্র। সেখানে তাঁর রাস্তা আটকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া শুরু হয়। তাঁর সঙ্গে যে বিজেপি কর্মীরা ছিলেন, তাঁদের সঙ্গে পাচারকারীদের বচসা, হাতাহাতি, মারামারিও হয়। জামুড়িয়া থানা থেকে অবশ্য দ্রুত পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষকেই সরিয়ে দেয় পুলিশ। এর পরেই মোবাইল ছিনতাই-সহ একাধিক অভিযোগ তুলে এফআইআর হয় জিতেন্দ্রদের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement