মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নিয়ে মামলার হুঁশিয়ারি সিপিএম নেতা গৌতম দেবের, পাল্টা কটাক্ষ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
২৪ ঘণ্টাও কাটেনি নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই নিউ টাউন থেকেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা গৌতম দেব ঘোষণা করলেন, হিডকোর জমিতে দুর্গা অঙ্গন তৈরি নিয়ে মামলা করা হবে। পাল্টা গৌতমকে ‘মাথাব্যথা কম করার’ পরামর্শ দিলেন হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের বর্তমান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
গৌতম সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘হিডকোর আইন অনুযায়ী তার অধীনে থাকা কোনও জমি ধর্মস্থান তৈরি করার জন্য দেওয়া যায় না। ওই জমি ‘সেন্ট্রাল বিজ়নেস ডিস্ট্রিক্ট’ তৈরি করার জন্য চিহ্নিত ছিল।’’ রাজ্য সরকার জমি অধিগ্রহণ করার নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ বাম আমলের মন্ত্রীর। তিনি মুখ্যমন্ত্রীকে অন্যত্র দুর্গা অঙ্গন করার পরামর্শ দিয়েছেন। গৌতম বলেন, ‘‘নিউ টাউনে যে ফাঁকা জমি আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ধর্মস্থান নয়।’’
বাম আমলে আবাসনমন্ত্রী থাকার সুবাদে গৌতমই নিউটাউনের পরিকল্পনা রূপায়ণে ভূমিকা নিয়েছিলেন বলে অভিমত প্রশাসনের অনেকের। তিনি হিডকোর চেয়ারম্যানও ছিলেন। তবে বুধবার মামলার হুঁশিয়ারি দিলেও প্রবীণ সিপিএম নেতা স্পষ্ট করেননি, কে বা কারা মামলা করবেন। নিউ টাউনের সংশ্লিষ্ট জমি ‘সেন্ট্রাল বিজ়নেস ডিস্ট্রিক্ট’-এর অধীনে কি না, সে বিষয়েও খোলসা করেননি গৌতম।
অভিযোগ শুনে পাল্টা চন্দ্রিমা বলেন, ‘‘ওঁর এখন বিশ্রাম নেওয়ার সময়। ওঁকে এ সব নিয়ে মাথাব্যথা করতে হবে না। আমরা যা করি, আইন মেনেই করি। হিডকোর নিয়মের বাইরে গিয়ে কিছু করা হয়নি।’’ হিডকোর এক প্রথম সারির আধিকারিকের বক্তব্য, দুর্গা অঙ্গন মন্দির নয়, নথিভুক্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসাবা। যেমন দিঘার জগন্নাথ ধামও সাংস্কৃতিক কেন্দ্র। সরকার বা হিডকো সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করতেই পারে। কোনও বাধা নেই।
সিপিএম সূত্রে খবর, দুর্গা অঙ্গনের উদ্বোধনের পরে দলের তরফে অসুস্থ গৌতমকেই দায়িত্ব দেওয়া হয় আইন-কানুন নিয়ে সাংবাদিক বৈঠক করার। এ-ও জানা গিয়েছে, হিডকোর আইনে এই ধরনের প্রকল্প করা যায় না বলে গৌতমই প্রথম অবগত করেন আলিমুদ্দিন স্ট্রিটকে। তবে কবে মামলা দায়ের হবে, বা আদৌ হবে কি না সেটা এখন দেখার বিষয়।