Municipality Recruitment Case

১৯ এপ্রিল পর্যন্ত অয়ন শীলকে হেফাজতে পেল সিবিআই, পুর নিয়োগে দুর্নীতি নিয়ে চলবে জেরা

স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় অয়নকে গ্রেফতার করেছিল ইডি। অয়নের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক ‘ওএমআর শিট’ মিলেছিল। বস্তুত, তার পরেই পুরো নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ২৩:১৬
Share:

অয়ন শীল। —ফাইল চিত্র।

পুর নিয়োগে দুর্নীতির মামলায় অয়ন শীলকে গ্রেফতার করেছে সিবিআই। শুক্রবার, আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে অয়নকে হাজির করানো হয়। তাঁকে ১৯ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় জেল হেফাজতে ছিলেন অয়ন।

Advertisement

শুক্রবার, আদালতে সিবিআই জানায়, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তারা ৪২টি জায়গায় অভিযান (রেড) চালিয়েছে। সেখান থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই নথির বিষয়ে বিশদে জানতে অয়নকে জেরা করা প্রয়োজন বলে মনে করছে সিবিআই। একই সঙ্গে, জেলে গিয়ে অয়নকে জেরা করে সিবিআই বেআইনি ভাবে নিয়োগের কথা জানতে পেরেছে। কিন্তু সিবিআই সূত্রে খবর, ‘ওএমআর শিট’ কোথায় ছাপা হয়েছিল, বা এই সম্পর্কে আরও তথ্য জানতে অয়নকে আরও জেরা করতে হবে।

অয়নের আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন। তাঁর সওয়াল, স্কুলে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে অয়ন আগে থেকেই জেলে রয়েছেন। সিবিআই অনেক আগে এফআইআর করলেও তাঁর মক্কেলকে হেফাজতে নিতে চায়নি। আইনজীবীর দাবি, এখন রাজনৈতিক কারণে অয়নকে হেফাজতে চাইছে সিবিআই। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক অয়নকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় অয়নকে গ্রেফতার করেছিল ইডি। অয়নের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক ‘ওএমআর শিট’ মিলেছিল। বস্তুত, তার পরেই পুরো নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, অয়নের সংস্থাই পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন