গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত শেষ! এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) একটি সূত্র। ওই সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে আরজি করে দুর্নীতির মামলায় যে অতিরিক্ত চার্জশিট দেওয়া হয়েছে, সেটিই চূড়ান্ত চার্জশিট। ইতিমধ্যে এই সংক্রান্ত নথিও আদালতে জমা করেছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, সোমবার যে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে, সেটিই ওই মামলার চূড়ান্ত চার্জশিট। ফলে এত দিনে আরজি করে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্ত শেষ বলেই মনে করা হচ্ছে। বুধবার এই সংক্রান্ত নথি আদালতে জমা করেছে সিবিআই। যদিও অতীতে অন্যান্য মামলার ক্ষেত্রে দেখা গিয়েছে, চূড়ান্ত চার্জশিটের পরেও অতিরিক্ত চার্জশিট দেওয়া হয়েছে। তবে বুধবার আরজি করে দুর্নীতি মামলার শুনানিতে আদালত জানিয়েছে, যে হেতু আগেই একটি চার্জশিট গ্রহণ করে বিচারপ্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তাই একই ধারায় অতিরিক্ত চার্জশিট গ্রহণে অসুবিধা নেই। তবে সিবিআই সূত্রে জানানো হয়েছে, সোমবার যেটি জমা দেওয়া হয়েছে, সেটিই চূড়ান্ত চার্জশিট। এবং তার প্রেক্ষিতেই দু’জনকে সমন পাঠাবে আদালত।
কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি প্রথম দিকে একই সঙ্গে এই দুর্নীতিতে যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর সন্দীপের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এই আখতারই। চূড়ান্ত চার্জশিটে তাঁর নামও রয়েছে। এ ছাড়াও, নতুন অভিযুক্ত হিসাবে নাম রয়েছে শশীকান্ত চন্দক নামে এক জনের। যিনি ধৃত আফসার আলি খানের ‘বন্ধু’ ছিলেন বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই।
অভিযুক্ত আখতারকে আগামী ১৬ ডিসেম্বর সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শশীকান্তকেও সমন পাঠানো হবে। আগে এই মামলায় সন্দীপ, বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার, আশিস পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল সিবিআই। তাঁদের প্রত্যেককেই দুর্নীতির তদন্তে গ্রেফতার করা হয়। সন্দীপদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছিল। বুধবার সাক্ষ্যগ্রহণ হওয়ারও কথা ছিল। কিন্তু আখতারদের বিরুদ্ধে নতুন চার্জশিটের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। এ বিষয়ে সিবিআইয়ের যুক্তি, অতিরিক্ত চার্জশিট জমা করা হয়েছে। পাশাপাশি, সন্দীপদের বিরুদ্ধে ইতিমধ্যেই যে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে, তা আপাতত স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। নতুন যে চার্জশিট জমা পড়েছে, আগে তার প্রক্রিয়া শেষ করার আবেদন করা হয়েছে।
সন্দীপের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন, ‘‘চার্জশিটে আখতার এবং শশীকান্তকে যুক্ত করার জন্য বুধবার সমস্ত নথিপত্র নিয়ে এসেছে সিবিআই। এর পর সমন করার প্রক্রিয়া শুরু হবে। ফলে বলা যেতে পারে, এ বার মামলা চার্জগঠনের দিকে এগোল।’’