Audio-Visual Clip in SSC Case

এসএসসি তদন্তে সিবিআই পেল নতুন অডিয়ো-ভিডিয়ো ক্লিপ!পাঁচ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চান তদন্তকারীরা

এসএসসি নিয়োগ মামলার তদন্তে একটি নতুন অডিয়ো-ভিডিয়ো ক্লিপ সিবিআইয়ের হাতে এসেছে। সেই সূত্র ধরে সুবীরেশ ভট্টাচার্য-সহ পাঁচ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৬:২৪
Share:

এসএসসি মামলার তদন্তে নতুন অডিয়ো-ভিডিয়ো ক্লিপ হাতে এসেছে সিবিআইয়ের! —ফাইল চিত্র।

এসএসসির নিয়োগ মামলার তদন্তে এ বার নতুন একটি অডিয়ো-ভিডিয়ো ক্লিপ সিবিআইয়ের হাতে এল! বৃহস্পতিবার আলিপুর আদালতে মামলার শুনানির সময় এমনই তথ্য উঠে এসেছে। সেই সূত্র ধরেই পাঁচ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে সিবিআই।

Advertisement

এর আগে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র একটি অডিয়ো ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছিল। সেটি ছিল প্রাথমিক নিয়োগ মামলা সংক্রান্ত। এ বার এসএসসি নিয়োগ তদন্তে একটি অডিয়ো-ভিডিয়ো ক্লিপ হাতে এসেছে তদন্তকারীদের। তবে এই অডিয়ো-ভিডিয়ো ক্লিপটি তাঁরা কোথা থেকে পেয়েছেন, তা প্রকাশ্যে আনতে নারাজ সিবিআই।

এই ক্লিপটির সূত্রে ধরেই সুবীরেশ ভট্টাচার্য, পর্ণা বসু, নীলাদ্রি দাস, সমরজিৎ আচার্য এবং পঙ্কজ বনসল— এই পাঁচ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা। তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আদালেত আবেদন জানিয়েছে সিবিআই।

Advertisement

মামলার শুনানিতে সুবীরেশের আইনজীবী ওই অডিয়ো-ভিডিয়ো ক্লিপের গ্রহণযোগ‍্যতা এবং উৎস নিয়ে সওয়াল করেন। কিন্তু উৎস প্রকাশ করতে নারাজ সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে বলেন, “এখন আমরা প্রমাণ সংগ্রহ করে তদন্ত করছি। কিন্তু অভিযুক্ত পক্ষের আইনজীবী এই তদন্ত নিয়েই প্রশ্ন তুলছেন।” তখন বিচারক জানান, অভিযুক্ত পক্ষের আইনজীবী তদন্ত নয়, অডিয়ো-ভিডিয়ো নিয়ে বলছেন। সবাইকে না জানালেও আদালতকে ‘কনফেডেনশিয়াল নোট’ দিয়ে ওই অডিয়ো-ভিডিয়োর সম্পর্কে জানানোর জন্য মৌখিক ভাবে সিবিআইকে বলেন তিনি।

সুবীরেশ-সহ ওই পাঁচ জনের প্রসঙ্গে সিবিআইয়ের দাবি, তাঁরা চার্জশিটে অভিযুক্ত। বৃহৎ পরিকল্পনা করে তাঁরা ষড়যন্ত্র করেছেন বলে তদন্তে উঠে এসেছে বলে জানান তদন্তকারীরা। যদিও আদালত চত্বরের বাইরে আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত সন্দেহ প্রকাশ করেন, ওই অডিয়ো-ভিডিয়ো ক্লিপটি বানানো। তাঁর বক্তব্য, “তদন্ত এত দিন হয়ে গিয়েছে। প্রথম চার্জশিটের পরে আরও দু’টি চার্জশিট জমা হয়ে গিয়েছে। হঠাৎ বলা হচ্ছে এই অডিয়ো-ভিডিয়ো ক্লিপটি পেয়েছে। এর উৎস কী? না কি এটি বানানো? সেটিই জানতে চেয়েছিলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement