Tapan Kandu Murder

Tapan Kandu Murder: তপন খুনে ধৃত কলেবরকে নিয়ে ঝাড়খণ্ডের গ্রামে হানা দিল সিবিআই, জেরা আরও তিন জনকে

অন্য দিকে, বিশ্বনাথকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তিন ঘণ্টা ধরে জেরা করা হয় ঝালদার ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্রকেও। পিন্টু বলেন, ‘‘আমার কাছে যা তথ্য ছিল, সব দিয়েছি।’’ কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজকেও সোমবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝালদা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২২ ০০:১৯
Share:

ধৃত কলেবর সিংহকে গাড়িতে তোলা হচ্ছে। —নিজস্ব চিত্র।

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে অভিযুক্ত ষড়যন্ত্রকারী কলেবর সিংহকে সঙ্গে নিয়ে তাঁর ঝাড়খণ্ডের গ্রামে গেল সিবিআই। বয়ানে কলেবর যা যা বলেছেন, তার সত্যতা যাচাই করতেই সোমবার তাঁর গ্রামে হানা দেন তদন্তকারী আধিকারিকেরা। অন্য দিকে, তদন্তকারীদের আর একটি দল ঝালদার অস্থায়ী ক্যাম্পে থেকেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। তলব করা হয়েছিল ওই এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বিশ্বনাথ কান্দুকেও।

রবিবার কলেবরকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত। এর পর কলেবরকে টানা জিজ্ঞাসাবাদ করে তাঁর পূর্ব পরিচয় সম্পর্কে জানার প্রয়োজন অনুভব করেন তদন্তকারীরা। সেই মতো সোমবার সকালে কলেবরকে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডের জোরাডি থানার গাইছান্দে তাঁর গ্রামে যান তদন্তকারীরা।

Advertisement


সিবিআইয়ের আগে কাউন্সিলর খুনের তদন্ত করছিল রাজ্য গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)। ওই তদন্ত চলাকালীন পুরুলিয়া জেলা পুলিশের তরফে জানানো হয়, তপনকে খুন করেছেন তাঁর দাদা নরেন কান্দু। আর এই খুনের ষড়যন্ত্র করেছেন কলেবর। তাঁকে সাত লক্ষ টাকা সুপারিও দেওয়া হয়েছিল। কলেবরকে গ্রেফতারের পর পুলিশ এ-ও জানিয়েছে, ধৃত ঝাড়খণ্ডের কুখ্যাত অপরাধী। তাঁর বিরুদ্ধে একাধিক ব্যাঙ্ক ডাকাতির মামলা রয়েছে। শুধু তাই নয়, ঝালদা থানাতেও কলেবরের বিরুদ্ধে মামলা রয়েছে। যদিও পুলিশের এই সমস্ত অভিযোগ নস্যাৎ করে রবিবার আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পর কলেবর দাবি করেন, তিনি নির্দোষ। তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। ওই সময় তাঁকে গ্রেফতার করা হয়। কলেবরের এই দাবি কতটা সত্যি এবং তপন খুনে তাঁর যোগ রয়েছে কি না, এই সমস্ত বিষয় জানাই সোমবার সিবিআইয়ের গাইছন্দে হানার মূল লক্ষ্য ছিল।


অন্য দিকে, বিশ্বনাথকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তিন ঘণ্টা ধরে জেরা করা হয় ঝালদার ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্রকেও। পিন্টু বলেন, ‘‘আমার কাছে যা তথ্য ছিল, সব দিয়েছি।’’ কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজকেও সোমবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন