surya kanta mishra

অভিষেকের বাড়িতে সিবিআই নোটিস বিজেপি-তৃণমূল গট আপ, বললেন সূর্যকান্ত মিশ্র

ব্রিগেডের সমর্থনে প্যারোডি ‘টুম্পা সোনা’ গানের প্রসঙ্গে সূর্যকান্ত বাবু বলেন, ‘‘এই রকম প্যারোডি  আগেও অনেক হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ২২:৫৬
Share:

রবিবার জামালপুরের সভায় সূর্যকান্ত মিশ্র। —নিজস্ব চিত্র

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-কে সিবিআই নোটিস বিজেপি-তৃণমূলের গটআপ। এই ভাষাতেই আক্রমণ করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রবিবার পূর্ব বর্ধমানের জামালপুরের সভায় সূর্যকান্ত আরও বলেন, ‘‘নোটিসের বেশি আর কিছু হবে না। বোঝাপড়া ঠিকই থাকবে।’’ ব্রিগেডের প্যারোডি থিম সং নিয়ে সূর্যকান্ত বলেন, ‘‘এই ধরনের প্যারোডি আগেও হয়েছে।’’

Advertisement

রবিবার পূর্ব বর্ধমানে জামালপুরে ছিল বামেদের জনসভা। সেই সভার প্রধান বক্তা ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সভায় সূর্যকান্ত বলেন, ‘‘সবে খেলা শুরু হয়েছে। তবে বেশি দূর যাবে না। কিছু হবেও না। ওঁদের বোঝাপড়া ঠিক আছে, ঠিকই থাকবে। যে রকম পুলিশ কমিশনারেরও কিছুই হয়নি। পুলিশ কমিশনার কে কি সিবিআই গ্রেফতার করেছিল?’’ এই সব কারণেই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বামেরা, জানান সূর্যকান্ত।

পাশাপাশি সূর্যকান্ত চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘‘সবটাই পূর্ব পরিকল্পিত। বিজেপি-তৃণমূলের বাড়িতে পুলিস পাঠাচ্ছে। হিম্মত থাকলে বামপন্থী বা আমার বাড়িতে পুলিশ পাঠান।’’ কয়লা দুর্নীতি প্রসঙ্গে সূর্যকান্তর বক্তব্য, ‘‘পশ্চিম বর্ধমান থেকে কয়লা পাচার হয়ে সুন্দরবনে নদীর ধারে ইট ভাটায় চলে যাচ্ছে। ওই ভাটার মালিক গরু পাচারের সঙ্গেও যুক্ত রয়েছে। গরু পাচারের টাকাও চলে যাচ্ছে নেতা-মন্ত্রীদের পকেটে।’’ কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রসঙ্গ তুলে ধরে সূর্যকান্ত বলেন, ‘‘আগামী দিনে দেশের সাধারণ মানুষ বিজেপি-কে ধুয়ে মুছে সাফ করে দেবে।’’

Advertisement

ব্রিগেডের সমর্থনে প্যারোডি ‘টুম্পা সোনা’ গানের প্রসঙ্গে সূর্যকান্ত বাবু বলেন, ‘‘এই রকম প্যারোডি আগেও অনেক হয়েছে। গানের বিষয়বস্তুটাই মূল কথা। কোনও বিষয়বস্তুকে বুঝতে একটা গান যদি সাহায্য করে, তাতে কোনও অসুবিধা নেই।’’

সূর্যকান্তের মন্তব্য নিয়ে তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবু টুডু বলেন, ‘‘সিপিএম এবং জোট বেঁধে তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে। গটআপ তো সিপিএমের সঙ্গে বিজেপির।’’ বিজেপি-র জেলা সভাপতি সন্দীপ নন্দী বলেন, ‘‘বিজেপি কারও সঙ্গে গটআপ করেনি। বিজেপি-কে আটকানোর জন্য তৃণমূল এবং সিপিএম রাজ্যে গটআপ গেম খেলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন