West Bengal News

হিমন্ত বিশ্বশর্মা সারদা থেকে তিন কোটি টাকা নিয়েছেন! সুদীপ্ত সেনের চিঠি দেখিয়ে দাবি মমতার

ধর্না মঞ্চ থেকেই ১৮ পাতার একটি চিঠি মুখ্যমন্ত্রীর তরফে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। সেই চিঠির ১১ এবং ১২ পাতায় একটি অংশ আলাদা করে ‘হাইলাইট’ করা। ওই অংশে সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিলেন, ‘‘প্রায় দেড় বছর ধরে হিমন্ত বিশ্বশর্মা আমাদের কাছ থেকে তিন কোটি টাকা নিয়েছেন। হিমন্তের অফিসের কর্মীদের সই করা রসিদও রয়েছে আমাদের কাছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৫
Share:

হিমন্ত বিশ্বশর্মা সারদা থেকে টাকা নিয়েছেন, প্রমাণ দিতে সুদীপ্ত সেনের চিঠি সংবাদ মাধ্যমকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: শৌভিক দেবনাথ

মুখে আগেই বলেছিলেন। অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা যে সারদা কর্তার কাছ থেকে টাকা নিয়েছিলেন, এ বার হাতে নাতে তার ‘প্রমাণ’ ধরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলবন্দি সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি মঙ্গলবার সংবাদ মাধ্যমের হাতে দিয়েমুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই চিঠিতেই হিমন্ত বিশ্বশর্মার টাকা নেওয়ার প্রমাণ রয়েছে।’’ একই সঙ্গে তাঁর তোপ, ‘বিজেপি করলেই সাত খুন মাফ’। যদিও মমতার এই অভিযোগের পরই হিমন্ত বিশ্বশর্মা টুইট করে বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ’। তিনি তদন্তে সিবিআই-কে সাহায্য করছেন বলেও দাবি করেছেন হিমন্ত।

Advertisement

সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার করছে কেন্দ্র তথা বিজেপি, ধর্নার শুরু থেকেই এই অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই অভিযোগ ঘিরেই কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত চরমে ওঠে এবং মুখ্যমন্ত্রীর ধর্নায় বসা। ধর্নার শুরুর দিকেই তিনি অভিযোগ তুলেছিলেন, হিমন্ত বিশ্বশর্মা সারদা কর্তার কাছ থেকে টাকা নিয়েছিলেন। তার প্রমাণ তাঁদের কাছে রয়েছে। অথচ সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।মমতার সেই দাবি যে শুধু কথার কথা নয়, তার প্রমাণ দিতেই সুদীপ্ত সেনের চিঠি সংবাদ মাধ্যমকে দিলেন মুখ্যমন্ত্রী।

এ দিন ধর্না মঞ্চ থেকেই ১৮ পাতার একটি চিঠি মুখ্যমন্ত্রীর তরফে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। সেই চিঠির ১১ এবং ১২ পাতায় একটি অংশ আলাদা করে ‘হাইলাইট’ করা। ওই অংশে সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিলেন, ‘‘প্রায় দেড় বছর ধরে হিমন্ত বিশ্বশর্মা আমাদের কাছ থেকে তিন কোটি টাকা নিয়েছেন। হিমন্তের অফিসের কর্মীদের সই করা রসিদও রয়েছে আমাদের কাছে।’’

Advertisement

আরও পডু়ন: মমতার ধর্নায় রাজীব কেন? শৃঙ্খলাভঙ্গের জন্য মুখ্যসচিবকে ব্যবস্থা নিতে বলল কেন্দ্র

আরও পডু়ন: গ্রেফতার নয়, রাজীব কুমারকে সিবিআই জেরায় বসার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: গণতন্ত্রের জয়, সুপ্রিম কোর্টের রায় শুনেই ধর্নামঞ্চ থেকে বললেন মমতা

এই অংশকেই হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর তোপ, বিজেপির বিরুদ্ধে গেলেই পিছনে সিবিআই-ইডি-আয়কর দফতরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। অথচ বিজেপি করলে তাঁদের কিছুই করা হচ্ছে না। হিমন্তের প্রসঙ্গ টেনে বিজেপির বিরুদ্ধে মমতা তোপ দাগেন, ‘‘আমাদের কাছেও অনেক ডকুমেন্ট আছে, থাকে। সাধারণ মানুষ আমাদের কাছে এই চিঠি দিয়ে গিয়েছে। এখানে এরা এই রকম করছে, আর অসমে ওরা কী করেছে দেখুন।’’

চিঠির এই অংশেই সুদীপ্ত সেন দাবি করেন, সারদা থেকে টাকা নিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। —নিজস্ব চিত্র

রায়ের পরই ধর্না চত্বরে রাজীব কুমার, রণকৌশল ঠিক করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘বৈঠক’?

২০০১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অসমের জালুকবাড়ি কেন্দ্রের কংগ্রেসের বিধায়ক ছিলেন হিমন্ত বিশ্বশর্মা। ২০১৫ সালেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন হিমন্ত। তার পর ২০১৬ সালের নির্বাচনে বিজেপির টিকিটে জিতে ফের বিধায়ক এবং অসমে বিজেপি সরকারের মন্ত্রী হন হিমন্ত। বর্তমানে তিনি অসমের পূর্ত, স্বাস্থ্য ও অর্থমন্ত্রকের দায়িত্বে। অর্থাৎ সারদা চিট ফান্ড যখন চলছিল, তখন তিনি বিজেপি নয়, কংগ্রেসে ছিলেন। এই বিষয়টিই উল্লেখ করে মমতার অভিযোগের পর হিমন্ত টুইটারে লেখেন, ‘আমার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিত্তিহীন অভিযোগ প্রচার করছেন, তার জন্য আমি ব্যথিত। আমি কলকাতার পুলিশ কমিশনারের মতো ভাগ্যবান নই। আমি সিবিআইয়ের তদন্তে হাজিরা দিয়েছি এবং সাক্ষী হিসেবে পূর্ণ সহযোগিতা করেছি। আর সারদা কর্তা যে অভিযোগ তুলেছেন, তা আমি বিজেপিতে যোগ দেওয়ার অনেক আগের ঘটনা।’

আরও পড়ুন: সারদাকর্তার কল রেকর্ডস বিকৃত করেছেন রাজীব কুমার, সুপ্রিম কোর্টে হলফনামা সিবিআইয়ের

আরও পডু়ন: সুপ্রিম কোর্টের নির্দেশে জয় হল সিবিআইয়ের, বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

সারদা চিট ফান্ড কেলেঙ্কারি ফাঁস হওয়ার মুখে নিরুদ্দেশ হওয়ার আগে সুদীপ্ত সেন একটি চিঠিলিখে গিয়েছিলেন বলে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তার নানা অংশ নিয়ে একাধিক জল্পনা ছড়িয়েছে। কিন্তু সেই অর্থে সারদা কর্তার সেই পূর্ণাঙ্গ চিঠিটি এ ভাবে প্রকাশ্যে আসেনি। মুখ্যমন্ত্রী এদিন সেই চিঠিই কার্যত ‘ফাঁস’ করে দিলেন। যদিও চিঠিতে সারদা কর্তার দাবির পিছনে সারবত্তা কতটা, এখনও পর্যন্ত তা স্পষ্ট হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন