West Bengal News

রায়ের ‘অপব্যাখ্যা’ হচ্ছে, অপপ্রচার করবেন না, ধর্না মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী

মমতার অভিযোগ, ‘‘কিছু সংবাদ মাধ্যম বলছে, কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই জেরার মুখোমুখি হতে হবে। এটা ঠিক নয়। ব্যাপারটা সিবিআই-এর মুখোমুখি হওয়া নয়। নিরপেক্ষ জায়গায় গিয়ে সিবিআই-এর সঙ্গে কথা বলা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৭
Share:

ধর্মতলায় মেট্রো চ্যানেলে অনশন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র

সিবিআই-কলকাতা পুলিশ সংঘাতে মুখ্যমন্ত্রীর নিশানায় এ বার সংবাদ মাধ্যম। এক শ্রেণির সংবাদ মাধ্যম সুপ্রিম কোর্টের নির্দেশকে ‘অপব্যাখ্যা’ করছে, মন্তব্য মুখ্যমন্ত্রীর। ‘অপপ্রচার’-এর অভিযোগ তুলে মমতার ব্যাখ্যা, সুপ্রিম কোর্ট নিরপেক্ষ জায়গায় গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে সিবিআই-কে কথা বলতে বলেছে। এর অর্থ ‘সিবিআই জেরা’ নয়। সংবাদ মাধ্যমকে এই অপপ্রচার না করার আর্জিও এ দিন জানান মুখ্যমন্ত্রী। বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘‘আমার সঙ্গে পাঙ্গা নিলে আমি কিন্তু চাঙ্গা হয়ে যাই।’’

Advertisement

রাজীব কুমারকে সিবিআই-এর সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার পরই মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তাঁর আন্দোলনের নৈতিক জয় হয়েছে। এর কিছুক্ষণ পর ধর্নামঞ্চে দ্বিতীয় দফায় বলতে ওঠেন মমতা। তাঁর অভিযোগ, ‘‘কিছু সংবাদ মাধ্যম বলছে, কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই জেরার মুখোমুখি হতে হবে। এটা ঠিক নয়। ব্যাপারটা সিবিআই-এর মুখোমুখি হওয়া নয়। নিরপেক্ষ জায়গায় গিয়ে সিবিআই-এর সঙ্গে কথা বলা।’’ এই নির্দেশ আগেও সুপ্রিম কোর্ট দিয়েছে এবং এর মধ্যে নতুন কিছু নেই বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

সিবিআই রাজীব কুমারকে বারবার চিঠি পাঠালেও তিনি সিবিআইয়ের সামনে হাজির হননি বলে অভিযোগ তুলেছে সিবিআই। তার জেরে শেষ পর্যন্ত পুলিশ কমিশনারের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সেই ঘটনা ঘিরেই কেন্দ্র-রাজ্য সঙ্ঘাতের সূত্রপাত। কিন্তু মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, ‘‘নিরপেক্ষ জায়গায় কথা বলার জন্য পুলিশ কমিশনার নিজেই সিবিআই-কে চার-পাঁচটি চিঠি দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট আজ সেটাই বলেছে। আমরাও এটাই চেয়েছিলাম।’’ এর পর সংবাদ মাধ্যমের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই অপপ্রচার এবং অপব্যাখ্যা করবেন না।’’

Advertisement

আরও পডু়ন: গ্রেফতার নয়, রাজীব কুমারকে সিবিআই জেরায় বসার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: গণতন্ত্রের জয়, সুপ্রিম কোর্টের রায় শুনেই ধর্নামঞ্চ থেকে বললেন মমতা

মালদহে অমিত শাহের হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি রাজ্য। পরে ব্যক্তিগত হেলিপ্যাডে কপ্টার নামিয়ে মালদহে সভা করেছিলেন অমিত শাহ। কপ্টার নামার অনুমতি না দেওয়ায় বালুরঘাট এবং রায়গঞ্জের সভায় হাজির হতে না পেরে মোবাইলে ভাষণ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পর বুধবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহ্বান খড়গপুরে এবং বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেনের সভা করার কথা ছিল মুর্শিদাবাদের লালবাগে। এই দুই সভার জন্যও রাজ্য সরকার হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি বলে অভিযোগ বিজেপির।

আরও পড়ুন: সারদাকর্তার কল রেকর্ডস বিকৃত করেছেন রাজীব কুমার, সুপ্রিম কোর্টে হলফনামা সিবিআইয়ের

আরও পডু়ন: সুপ্রিম কোর্টের নির্দেশে জয় হল সিবিআইয়ের, বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

রায়ের পরই ধর্না চত্বরে রাজীব কুমার, রণকৌশল ঠিক করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘বৈঠক’?

ধর্নামঞ্চ থেকেই এ নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। নাম না করে অমিত শাহকে উদ্দেশ্য করে মমতার তোপ, ‘‘বলছে আমরা নাকি সভা করতে দিচ্ছি না, সভা করার অনুমতি দিচ্ছি না। তাহলে সোয়াইন ফ্লু নিয়ে মিটিং করে গেলেন কী করে, যদি অনুমতি না দিই।’’ এই প্রসঙ্গেই মমতা এদিন বলেন, তাঁর সঙ্গে ‘পাঙ্গা’ নিলে তিনি ‘চাঙ্গা’ হয়ে যান। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে সঙ্ঘাতের রাস্তা থেকে যে তিনি সরে আসছেন না, সে কথা এ দিন ফের বুঝিয়ে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন