সিপি-র নামে অভিযোগে সুপ্রিম কোর্টে তৃণমূলের দিকেও আঙুল সিবিআইয়ের

এসপি পার্থ মুখোপাধ্যায়ের পেশ করা লিখিত বয়ানে এই দাবি জানিয়ে লেখা হয়েছে, তা  না হলে ওই বাড়িতে ঢোকা থেকে সিবিআই অফিসারদের বিরত করার প্রয়োজন হত না। 

Advertisement

সুনন্দ ঘোষ

কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০৭
Share:

—ফাইল চিত্র।

রবিবার, ৩ ফেব্রুয়ারি তাদের অফিসারেরা যখন কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন, সম্ভবত সেই সময়ে সারদা-মামলার কিছু নথিপত্র নষ্ট বা বিকৃত করার চেষ্টা করা হচ্ছিল বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে লিখিত অভিযোগ করল সিবিআই। এসপি পার্থ মুখোপাধ্যায়ের পেশ করা লিখিত বয়ানে এই দাবি জানিয়ে লেখা হয়েছে, তা না হলে ওই বাড়িতে ঢোকা থেকে সিবিআই অফিসারদের বিরত করার প্রয়োজন হত না।

Advertisement

ওই নথির মধ্যে কী রয়েছে? সিবিআইয়ের তরফে শীর্ষ আদালতে যে অতিরিক্ত হলফনামা জমা পড়েছে, তাতে দাবি করা হয়েছে, সারদা তদন্তের সময়ে যে সব গুরুত্বপূর্ণ নথি রাজ্য পুলিশের তদন্তকারী দল— ‘সিট’ (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) জোগাড় করেছিল, সেগুলির মধ্যে অনেকগুলিই রাজীব কুমার সিবিআইকে দেননি এবং তা এখনও তাঁর কাছে রয়েছে। সেগুলির মধ্যে কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্য নথিপত্র রয়েছে এবং সেগুলির কিছু নষ্ট করার চেষ্টা হচ্ছিল বলে সিবিআইয়ের লিখিত দাবি। এই অভিযোগের বিষয়ে রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর মোবাইলে বার্তা পাঠালে, রাত পর্যন্ত উত্তর পাওয়া যায়নি।

দেশের শীর্ষ আদালতে এদিন জমা পড়া সিবিআইয়ের এই অভিযোগপত্রে সরাসরি তৃণমূলের দিকেও আঙুল তোলা হয়েছে। অভিযোগপত্রে দাবি, সারদা, রোজ ভ্যালি এবং টাওয়ার গ্রুপের মতো কয়েকটি সংস্থাকে আড়াল করতে ‘সিট’ তৈরি করা হয়েছিল এবং এই সব সংস্থা সেই সময়ে রাজ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দলকে টাকা জুগিয়েছে। তদন্তে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলকে কখনও নিষ্ক্রিয় থাকতে, কখনও ‘পছন্দমতো’ তদন্ত করতে দেখা গিয়েছে, এমনকি, অভিযুক্তদের সঙ্গে পুলিশের ‘যোগসাজশের প্রমাণ’ও পাওয়া গিয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি।

Advertisement

সুপ্রিম কোর্টে পেশ করা সিবিআই নথির অংশ।

আদালতে সিবিআইয়ের লিখিত অভিযোগ, সারদা মামলায় প্রধান অভিযুক্তদের মোবাইল ফোনের যে ‘কল ডিটেলস রেকর্ড’ (সিডিআর) গত বছরের ২৮ জুন রাজীব কুমার সিবিআইকে তুলে দিয়েছেন, সেগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, তার অনেকটাই ‘বিকৃত এবং ভুয়ো’। মোবাইল ফোন সংস্থার কাছ থেকে প্রকৃত সিডিআর যোগাড় করে তা মিলিয়ে দেখার পর সিবিআই এ বিষয়ে নিশ্চিত হয়েছে বলেই আদালতে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: রাজনীতির অঙ্কে টেক্কা কি মমতারই

আদালতে কেন্দ্রীয় সংস্থার লিখিত অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য বার বার ডেকে পাঠানোর পরেও রাজীব কুমার তাদের কাছে যাননি। সিবিআইয়ের দাবি, সেই প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করতে এবং তাঁর কাছে থাকা নথিপত্র নিতে সে দিন রাজীব কুমারের বাড়িতে যাওয়া ‘জরুরি’ হয়ে পড়েছিল। কিন্তু কমিশনারের বাড়ির কাছ থেকে সিবিআই অফিসারদের বেআইনি ভাবে তুলে নিয়ে গিয়ে রাত পর্যন্ত শেক্সপিয়ার সরণি থানায় আটকে রাখা হয়েছে বলে সুপ্রিম কোর্টকে সিবিআই জানিয়েছে। দাবি করা হয়েছে, রাতে পুলিশ তাদের দফতর এবং যুগ্ম অধিকর্তার বাড়ি ঘিরে নিয়েছিল। ফলে, সিবিআইয়ের নথিও চলে যায় কলকাতা ও রাজ্য পুলিশের ঘেরাটোপে।

তথ্য সহায়তা: শুভাশিস ঘটক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন