CBSE 10th Result 2020

সিবিএসই তালিকাই দেয়নি, কৃতীরা হতাশ

কলকাতা-সহ রাজ্যে সিবিএসই দশমে খুব ভাল ফল করা পড়ুয়াদের কারও কারও মন বেশ খারাপ। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২০ ০৬:৫১
Share:

প্রতীকী ছবি।

একই দিনে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল এবং সিবিএসই দশম শ্রেণির ফল প্রকাশিত হল। কিন্তু পর্ষদ মাধ্যমিকের মেধা-তালিকা প্রকাশ করলেও সিবিএসই বোর্ড করোনার প্রাদুর্ভাবে সব বিষয়ের পরীক্ষা না-হওয়ায় এ বার কোনও মেধা-তালিকা প্রকাশ করেনি। তাই কলকাতা-সহ রাজ্যে সিবিএসই দশমে খুব ভাল ফল করা পড়ুয়াদের কারও কারও মন বেশ খারাপ।

Advertisement

সাউথ পয়েন্ট স্কুলে ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, ‘‘আমাদের স্কুলে এ বার সব থেকে বেশি নম্বর (৯৯.৪ শতাংশ) পেয়েছে শময়িতা দত্ত। মেধা-তালিকা হলে ও হয়তো উপরের দিকে থাকত।’’ শ্রীশিক্ষায়তন স্কুলে সব থেকে বেশি নম্বর (৯৯.২ শতাংশ) পেয়েছে সঞ্জনা ভট্টাচার্য। সামগ্রিক ভাবে তাঁদের স্কুলের ফল খুব ভাল হয়েছে বলে জানান শ্রীশিক্ষায়তনের মহাসচিব ব্রততী ভট্টাচার্য। ডিপিএস রুবি পার্ক স্কুলের সৃঞ্জনী সেন রায় এবং শুভ্রনীল মিত্র যুগ্মভাবে সব থেকে বেশি নম্বর (৯৯ শতাংশ) পেয়েছে। মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমির প্রিন্সিপাল অঞ্জনা সাহা জানান, তাঁদের স্কুলে সর্বাধিক প্রাপ্ত নম্বর ৯৮.৬ শতাংশ। ডিপিএস নর্থ কলকাতার সর্বাধিক নম্বর ৯৮.৮ শতাংশ।

উচ্চমাধ্যমিকের ফলাফল সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে রেজিস্টার করুন এখানে |

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন