ইএসআই নিয়ে কেন্দ্রের আশ্বাস

জোকার মেডিক্যাল কলেজের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ইএসআই-এর কাছেই থাকবে বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়।

Advertisement
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ০৩:২৩
Share:

জোকার মেডিক্যাল কলেজের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ইএসআই-এর কাছেই থাকবে বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। ওই মেডিক্যাল কলেজের ভবিষ্যত নিয়ে জানতে চেয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জবাবে ঋতব্রতকে মন্ত্রী দত্তাত্রেয় জানিয়েছেন, বিষয়টি তাঁরা সম্প্রতি পর্যালোচনা করেছেন। তাতে ঠিক হয়েছে, কর্নাটকের রাজাজিনগর, তামিলনাড়ুর চেন্নাইয়ের কে কে নগর এবং পশ্চিমবঙ্গে জোকার মেডিক্যাল কলেজের দায়িত্ব এএসআই-এর হাতেই থাকবে। কারণ, বীমার আওতায় থাকা যথেষ্ট সংখ্যক মানুষ ওই সব অঞ্চলে আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement