Suvendu Adhikari

Tarpaulin Theft Case: ত্রিপল চুরি-কাণ্ডে সাময়িক স্বস্তি শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চলের, আপাতত গ্রেফতার নয়: হাইকোর্ট

চঞ্চলের পাল্টা অভিযোগ, তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ায় তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তা জানানোর জন্যও আবেদন করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৪:০৩
Share:

হাই কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তিতে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। —ফাইল চিত্র

কাঁথির পুরভবন থেকে ত্রিপল চুরির মামলায় এ বার নয়া মোড়। ওই মামলায় অন্যতম অভিযুক্ত তথা শুভেন্দু-ঘনিষ্ঠ চঞ্চল নন্দীকে এখনই গ্রেফতার করা যাবে না। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিল হাই কোর্ট। তার বদলে চঞ্চলের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তা জানানোর জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

ত্রিপল চুরি মামলায় নাম জড়িয়ে যাওয়ার পর আদালতে চঞ্চল পাল্টা অভিযোগ করেন, তিনি বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ায় তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তা জানানোর জন্যও আবেদন করেন চঞ্চল। সেই আবেদনের প্রেক্ষিতেই বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, চঞ্চলকে আপাতত গ্রেফতার করা যাবে না। রাজ্যকে আদালতে জানাতে হবে, তাঁর বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে। হাই কোর্টের এই নির্দেশের পর কিছুটা স্বস্তিতে চঞ্চল।

পাঁচ সপ্তাহ পরে ফের ওই মামলার শুনানি হবে হাই কোর্টে। কাঁথি পুরসভার ডর্মেটরি বিল্ডিংয়ের গুদাম থেকে লক্ষাধিক টাকার ত্রিপল চুরি মামলায় সরাসরি নাম জড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতার। ওই কাণ্ডে আরও এক অভিযুক্ত শুভেন্দুর ছোট ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌম্যেন্দুও। ওই মামলা বিচারাধীন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন