নীতি বৈঠকের দিন নিয়ে মমতার পথেই চন্দ্রবাবু

আগেই আপত্তি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার আপত্তি জানালেন চন্দ্রবাবু নায়ডু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ০৪:১৪
Share:

আগেই আপত্তি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার আপত্তি জানালেন চন্দ্রবাবু নায়ডু। ইদের সম্ভাব্য দিন ১৬ জুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ডাকা হয়েছিল। ডাক পেয়েই মমতা জানিয়ে দেন, ওই দিন তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। তারপর দিন বদল করে ১৭ জুন সকালে বৈঠক হবে বলে স্থির হয়। তাতেও মমতার আপত্তি। নবান্ন সূত্রে খবর, ইদের পরদিন সকালের মধ্যে দিল্লিতে পৌঁছন মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে সকালে বৈঠক হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়তো অনুপস্থিতই থাকবেন।

Advertisement

একই কারণ দেখিয়ে ১৭ জুন সকালে বৈঠক না করার প্রস্তাব দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুও। বুধবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারকে পাঠানো চিঠিতে চন্দ্রবাবু লিখেছেন, ‘‘মুসলিম সম্প্রদ্রায়ের মানুষের কাছে ইদ অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এবং এই দিন আমাদের রাজ্যে থাকাটাও জরুরি।’’ সেই কারণেই সম্ভব হলে নীতি আয়োগের ওই বৈঠক ১৮ তারিখ আর তা না হলে ১৭ তারিখ দুপুরের পরে করার অনুরোধ করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement