Child Death in Ghatal

শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা ঘাটাল হাসপাতালে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুর। শিশুমৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। তবে রিপোর্ট তলব করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১২
Share:

হাসপাতাল চত্বরে বিক্ষোভ শিশুর পরিবারের সদস্যদের। মঙ্গলবার ঘাটাল হাসপাতালে। —নিজস্ব চিত্র।

শিশুমৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। মঙ্গলবার সকালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান ওই শিশুর পরিবারের সদস্যেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ।

Advertisement

গত শুক্রবার প্রসবযন্ত্রণা নিয়ে ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শিমুলিয়ার বাসিন্দা নিশা খাঁকে। নিশার স্বামী সুনীল খাঁ বলেন, “আমার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন। তার পর থেকে স্বাভাবিক ছিল সব কিছু। মঙ্গলবার ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু সকালে হাসপাতাল থেকে জানায় ছেলে মারা গিয়েছে।”

শিশুমৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যেরা। উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ঘাটাল থানার পুলিশ। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুর। কী ভাবে ওই শিশুর মৃত্যু হল, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) সৌম্যশঙ্কর সারঙ্গী এই প্রসঙ্গে বলেন, “কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে, তা খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement