ট্রেনে বোমা বিস্ফোরণে চার্জশিট

টিটাগড়ে আপ রানাঘাট লোকাল ট্রেনে বিস্ফোরণ ঘটেছিল ১২ মে। ৮৬ দিনের মাথায়, শুক্রবার সেই মামলার চার্জশিট পেশ করল সিআইডি। তদন্তকারীরা চার অভিযুক্তের নাম চার্জশিটে উল্লেখ করেছেন। ঘটনার পরেই তাদের গ্রেফতার করা হয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০৩:০৮
Share:

টিটাগড়ে আপ রানাঘাট লোকাল ট্রেনে বিস্ফোরণ ঘটেছিল ১২ মে। ৮৬ দিনের মাথায়, শুক্রবার সেই মামলার চার্জশিট পেশ করল সিআইডি। তদন্তকারীরা চার অভিযুক্তের নাম চার্জশিটে উল্লেখ করেছেন। ঘটনার পরেই তাদের গ্রেফতার করা হয়েছিল। ওই বিস্ফোরণে ১৫ জন যাত্রী জখম হন। অলোক শীল নামে এক বিএসএফ জওয়ান পরে হাসপাতালে মারা যান। চার দুষ্কৃতী লোকাল ট্রেনে উঠে যাত্রীদের মোবাইল ফোন লুঠের চেষ্টা করছিল। তাদের সঙ্গে যাত্রীদের ধস্তাধস্তিতে একটি পেটো বোমা ফেটে যায় বলে সিআইডি এ দিন এনআইএ-র বিশেষ আদালতে জমা দেওয়া চার্জশিটে জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement