এ বার প্রাক্‌-স্বাধীনতা পর্বের ক্যাবিনেট পেপার প্রকাশের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সদ্য নেতাজিকে নিয়ে ৬৪টি ফাইল প্রকাশ করা হয়েছে। এ বার স্বাধীনতার ঠিক আগের দশ বছরের তদানীন্তন বাংলা প্রদেশের মন্ত্রিসভার যাবতীয় কাগজ প্রকাশ করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল আনুষ্ঠানিক ভাবে পেশ করেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:১৮
Share:

সদ্য নেতাজিকে নিয়ে ৬৪টি ফাইল প্রকাশ করা হয়েছে। এ বার স্বাধীনতার ঠিক আগের দশ বছরের তদানীন্তন বাংলা প্রদেশের মন্ত্রিসভার যাবতীয় কাগজ প্রকাশ করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল আনুষ্ঠানিক ভাবে পেশ করেছেন তিনি। সেই অবসরেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা, “ইতিহাসের কথা সকলেরই জানা দরকার। আমরা ধীরে ধীরে কাজটা করছি। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করা হয়ে গিয়েছে। ১৯৩৭ থেকে ’৪৭ পর্যন্ত বাংলার মন্ত্রিসভার যাবতীয় ক্যাবিনেট পেপার ডিজিটালাইজড করতে দিয়েছি। সেটা হয়ে গেলে ওই ফাইলগুলি প্রকাশ করে দেব তাড়াতাড়ি।” এই ঘোষণার জন্য বিধানসভার তরফে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন