Industrialization Companies in Jhargram

ঝাড়গ্রামের দুই মৌজায় দুই শিল্প সংস্থাকে জমি দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতার সরকার, সিদ্ধান্ত গৃহীত হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

সরকারি নথি অনুযায়ী, ঝাড়গ্রামের সুকনিবাসা ও ঘাগরাশোল এলাকায় পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের (ডব্লিউআইডিসি) অধীনে থাকা মোট ১৪৯.৬৪ একর জমি দু’টি শিল্প সংস্থাকে “ফ্রি হোল্ড বেসিসে” দেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ২০:১৯
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের শিল্পায়নকে গতি দিতে ঝাড়গ্রাম জেলায় দুই শিল্প সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন মেলে। শিল্প ও বাণিজ্য, পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক স্থায়ী সমিতির সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সরকারি নথি অনুযায়ী, ঝাড়গ্রামের দু’টি মৌজায় সুকনিবাসা ও ঘাগরাশোল এলাকায় পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের (ডব্লিউআইডিসি) অধীনে থাকা মোট ১৪৯.৬৪ একর জমি দু’টি শিল্প সংস্থাকে “ফ্রি হোল্ড বেসিসে” দেওয়া হচ্ছে। যে দু’টি সংস্থা জমি পাচ্ছে, তারা হল— ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড।

Advertisement

অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “রাজ্য সরকারের সমস্ত নিয়ম মেনেই জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ঝাড়গ্রামে বড় মাপের বিনিয়োগ আসবে এবং প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তারই অঙ্গ হিসেবে এই সিদ্ধান্ত।” রাজ্য প্রশাসনের মতে, জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলে দু’টি সংস্থা দ্রুত প্রকল্প শুরু করবে। এতে ঝাড়গ্রাম অঞ্চলে শিল্পভিত্তিক অর্থনৈতিক পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement