State News

মান্নানকে হাসপাতালে দেখে এলেন মুখ্যমন্ত্রী

নবান্নে যাওয়ার পথে আচমকাই হাসপাতালে গিয়ে আবদুল মান্নানকে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট দশেক ছিলেন মান্নানের কেবিনে। রাজ্যের বিরোধী দলনেতা তথা হুগলির চাঁপদানির কংগ্রেস বিধায়ককে মুখ্যমন্ত্রী বলেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২৮
Share:

নবান্নে যাওয়ার পথে আচমকাই হাসপাতালে গিয়ে আবদুল মান্নানকে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট দশেক ছিলেন মান্নানের কেবিনে। রাজ্যের বিরোধী দলনেতা তথা হুগলির চাঁপদানির কংগ্রেস বিধায়ককে মুখ্যমন্ত্রী বলেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন।” মান্নানের চিকিত্সকদের সঙ্গেও কথা বলেন তিনি। শরীরের অবস্থার খোঁজখবর নেন।

Advertisement

আরও পড়ুন, ইসলামপুরে রণক্ষেত্র কলেজ, সম্পত্তি ভাঙল তৃণমূল ছাত্ররাই

সম্পত্তি ভাঙচুরে কড়া শাস্তির বিধান দিতে গত বুধবার বিধানসভায় বিল পেশ করে রাজ্য সরকার। সেই বিল পেশ নিয়েই ধুন্ধুমার বাধে বিধানসভায়! সরকারি নিরাপত্তারক্ষী ও বিরোধী পক্ষের বিধায়কদের ধস্তাধস্তিতে, টানাহ্যাঁচড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন আব্দুল মান্নান।

Advertisement

সে দিন বিধানসভায় অসুস্থ মান্নান।

দ্রুত তাঁকে স্ট্রেচারে করে সভার বাইরে নিয়ে যাওয়া হয়। প্রথমে ভর্তি করা হয় লেনিন সরণির একটি হাসপাতালে। সেখানে তাঁর অস্থায়ী পেসমেকার বসাতে হয়। পরে ইএম বাইপাসের ধারে আর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়ে মান্নানকে। সেখানেই এখন তাঁর চিকিত্সা চলছে।

ঘটনার দিন মান্নানকে দেখতে যান তৃণমূলের তিন মন্ত্রী- বিধায়ক সুদর্শন ঘোষ দস্তিদার, শশী পাঁজা এবং মানস ভুঁইয়া। বৃহস্পতিবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং উপ মুখ্য সচেতক তাপস রায় দেখে আসেন মান্নানকে। আজ গেলেন মুখ্যমন্ত্রী নিজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement