Mamata Banerjee

কবে থেকে শুরু, কত দিন চলবে? ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছেন, ‘আমার পাড়া, আমার সমাধান’ কর্মসূচি হবে বুথভিত্তিক। তিনটি বুথ নিয়ে একটি পাড়া। প্রতিটি বুথের জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ২৩:১২
Share:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

একুশে জুলাইয়ের তৃণমূলের সমাবেশের পরের দিনই নবান্ন থেকে নতুন সরকারি কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোশাকি নাম ‘আমার পাড়া, আমার সমাধান’। যার আসল উদ্দেশ্য সরকারের পরিষেবাকে বুথ স্তরে নিয়ে যাওয়া। সেই কর্মসূচি নিয়ে এ বার সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। কবে থেকে শুরু হবে এই কর্মসূচি, চলবে কত দিন— সবই বিস্তারিত জানাল সরকার।

Advertisement

মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছেন, ‘আমার পাড়া, আমার সমাধান’ কর্মসূচি হবে বুথভিত্তিক। তিনটি বুথ নিয়ে একটি পাড়া। প্রতিটি বুথের জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা। একেবারে বুথ স্তরে গিয়ে এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন সরকারি আধিকারিকেরা। তার পরে সেখানে সমস্যার সমাধান করা হবে। রাজ্যে মোট ৮০ হাজার বুথ। সেই অঙ্কে এই কর্মসূচিতে রাজ্যের কোষাগার থেকে খরচ হবে ৮০ হাজার কোটি টাকা। একটি বুথে স্বল্পদৈর্ঘ্যের রাস্তা নির্মাণ, পানীয় জলের কল, গ্রামাঞ্চলে ছোটখাটো সেতুর মেরামতি, স্কুলের পরিকাঠামো উন্নয়নের মতো ছোট ছোট দাবি থাকে। সরকার সেগুলিই পূরণ করতে চাইছে। নতুন কর্মসূচির জন্য একটি টাস্ক ফোর্স গঠনের কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই টাস্ক ফোর্সের মাথায় রাখা হয়েছে মুখ্যসচিব মনোজ পন্থকে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা চার দিনের মাথায় নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। জানানো হয়েছে। আগামী ২ অগস্ট থেকে শুরু হবে ‘আমার পাড়া, আমার সমাধান’ কর্মসূচি। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। রবিবার এবং অন্যান্য ছুটির দিন শুধু বসবে না ক্যাম্প। সাধারণ মানুষের থেকে সমস্যা শোনার পর তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ১৫ নভেম্বরের মধ্যে সেই কাজ শেষ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে কাজ। আশা করা হচ্ছে, সারা রাজ্যে ২৭ হাজারের মতো ক্যাম্প করতে পারবে সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement