শালিমারে খুনের তদন্তে সিআইডি

হাওড়ার শালিমারে যুবক খুনের ঘটনার দেড় মাস পরেও অভিযুক্তেরা অধরা। তাই রাজ্য সরকারের নির্দেশে ওই ঘটনার তদন্তভার রেল পুলিশের থেকে নিয়ে দেওয়া হল সিআইডি-র হাতে। ওসি (হোমিসাইড) কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অরুণজিৎ ঘোষের নেতৃত্বে মঙ্গলবার পাঁচ সদস্যের সিআইডি দল শালিমার রেল ইয়ার্ডে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০৩:২৯
Share:

হাওড়ার শালিমারে যুবক খুনের ঘটনার দেড় মাস পরেও অভিযুক্তেরা অধরা। তাই রাজ্য সরকারের নির্দেশে ওই ঘটনার তদন্তভার রেল পুলিশের থেকে নিয়ে দেওয়া হল সিআইডি-র হাতে। ওসি (হোমিসাইড) কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অরুণজিৎ ঘোষের নেতৃত্বে মঙ্গলবার পাঁচ সদস্যের সিআইডি দল শালিমার রেল ইয়ার্ডে যায়।

Advertisement

উল্লেখ্য, রেলের ওয়াগনে আসা মালপত্র ওঠানো-নামানো নিয়ে দুই পরিবহণ সংস্থার গোলমালে ৬ এপ্রিল ইয়ার্ডেই গুলিবিদ্ধ হন একটি পরিবহণ সংস্থার মালিক তথা হাওড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিনয় সিংহের ভাই বিনোদ ও ভাগ্নে রাজেশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আর এক পরিবহণ ব্যবসায়ী প্রদীপ তিওয়ারির পাঁচ ভাইয়ের নামে খুনের চেষ্টার অভিযোগ করেন বিনয়।

এ দিন সিআইডি অফিসারেরা বিনোদের দুই দাদার সঙ্গে কথা বলেন। বিনোদের দাদা ব্রিজনাথ সিংহ বলেন, ‘‘প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে। আশা করি এ বার অভিযুক্তেরা ধরা পড়বে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন