CPIM

চুক্তিতে ‘শিক্ষানবিশ’ নিয়োগ, বিরোধিতায় সিটু

সিপিএমের শ্রমিক সংগঠনের বক্তব্য, এমনিতেই সরকারি ও আধা-সরকারি দফতরে বহু শূন্য পদ পড়ে আছে, নিয়োগ হচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০৫
Share:

প্রতীকী ছবি।

রাজ্য সরকারি দফতর, সরকার অধিগৃহীত নানা সংস্থা ও প্রশাসনিক দফতরে শিক্ষানবিশ (ইন্টার্ন) নিয়োগের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল সিটু। রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত ‘ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট্স ইন্টার্নশিপ স্কিম, ২০২২’ অনুযায়ী, স্নাতক স্তরে ৬০% নম্বর পাওয়া পড়ুয়ারা মাসিক পাঁচ হাজার টাকা বেতনে এক বছরের চুক্তিতে বিভিন্ন দফতরে ‘ইন্টার্ন’ হিসেবে নিযুক্ত হবেন। এক বছরের কাজের মূল্যায়নের ভিত্তিতে আবার পরবর্তী বছরের জন্য চুক্তি করা হতে পারে। সিপিএমের শ্রমিক সংগঠনের বক্তব্য, এমনিতেই সরকারি ও আধা-সরকারি দফতরে বহু শূন্য পদ পড়ে আছে, নিয়োগ হচ্ছে না। ‘শিক্ষানবিশ’ নিয়ে এসে স্থায়ী পদ পাকাপাকি ভাবে বিলুপ্ত করে ফেলার চেষ্টা হচ্ছে বলে সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু ও রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়ের অভিযোগ। রাজ্যের যুব প্রজন্মকে ‘বিপজ্জনক’ দিকে ঠেলে দেওয়ার এই পরিকল্পনার বিরোধিতার পাশাপাশি পরিবহণে নতুন জরিমানার নির্দেশ প্রত্যাহারের দাবিও করেছে সিটু। প্রত্যাহার না হলে পরিবহণ ক্ষেত্রে বড় আন্দোলনের ডাক দিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement