শৃঙ্গ জয় করে নামার পথে মৃত এভারেস্টজয়ী বাঙালি

ধৌলাগিরি থেকে নামার সময়ে শ্বাসকষ্টে মারা গেলেন এভারেস্টজয়ী পর্বতারোহী রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। বরাহনগরেরর বাসিন্দা রাজীববাবু (৪৩) নেপালের ধৌলাগিরি শৃঙ্গ জয় করে ফিরছিলেন। তাঁদের দলে তিনি ছাড়া আরও ৪ জন বিদেশি পর্বতারোহী এবং একজন গাইড ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৬ ১১:২০
Share:

ধৌলাগিরি থেকে নামার সময়ে শ্বাসকষ্টে মারা গেলেন এভারেস্টজয়ী পর্বতারোহী রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। বরাহনগরেরর বাসিন্দা রাজীববাবু (৪৩) নেপালের ধৌলাগিরি শৃঙ্গ জয় করে ফিরছিলেন। তাঁদের দলে তিনি ছাড়া আরও ৪ জন বিদেশি পর্বতারোহী এবং একজন গাইড ছিলেন। ওই দিন নামার সময়ে ক্যাম্পেই তিনি অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের সঙ্গে স্নো ব্লাইন্ডনেসও হয় তাঁর। প্রাথমিক ভাবে ক্যাম্পেই তাঁর চিকিৎসা করা হলেও তাতে কাজ দেয়নি। তাঁদের এই অভিযানের ম্যানেজার পেম্বা শেরপা বলেন, “ক্যাম্প থ্রির কাছে রাজীববাবু অসুস্থ হয়ে পড়েন। তাঁর দেহ কাঠমান্ডুতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।”

Advertisement

ছোটবেলা থেকেই পাহাড়ে চড়ার নেশা। স্রেফ ইচ্ছাশক্তির জোরে সব বাধা অতিক্রম করে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করেছিলেন বছর পাঁচেক আগে। ২০১৩ সালে জয় করেছিলেন কাঞ্চনজঙ্ঘা। এ বারর লক্ষ্য ছিল বিশ্বের সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি। কিন্তু এই অভিযান শেষ হল না বছর তেতাল্লিশের এই যুবকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement