Cabinet Meeting Of West Bengal Government

মমতাকে না জানিয়ে চুক্তি! মন্ত্রিসভার বৈঠকে ভর্ৎসিত পরিবহণমন্ত্রী, বিশেষ দায়িত্ব পাচ্ছেন মন্ত্রী চন্দ্রিমা ও মলয়

বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে পরিবহণ দফতরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে নাকি কিছু জানানো হয়নি! কিন্তু কোনও দফতর নীতিগত সিদ্ধান্ত প্রণয়ন করতে চাইলে মুখ্যমন্ত্রীর সম্মতি নেওয়া জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ২০:০০
Share:

(বাঁ দিকে) স্নেহাশিস চক্রবর্তী। (ডান দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে, বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে একটি চুক্তি সেরে ফেলেছে রাজ্যের পরিবহণ দফতর। কেন তাঁকে কিছু বলা হয়নি, এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে মমতার প্রশ্নের মুখে পড়েন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সূত্রের খবর, স্নেহাশিসের ওই কাজে বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সোমবারের বৈঠকের পরে ‘বিশেষ দায়িত্ব’ পাচ্ছেন মন্ত্রী মলয় ঘটক এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisement

সোমবার মন্ত্রিসভার পূর্বনির্ধারিত বৈঠক হয়। জানা গিয়েছে, সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনার সময়ে হঠাৎ মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন পরিবহণমন্ত্রী স্নেহাশিস। বস্তুত, সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে পরিবহণ দফতরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে নাকি কিছু জানানো হয়নি! কিন্তু রাজ‍্য সরকারের কোনও দফতর নীতিগত সিদ্ধান্ত প্রণয়ন করতে চাইলে তাতে মুখ্যমন্ত্রীর সম্মতি নেওয়া জরুরি। এ ক্ষেত্রে তেমনটা করা হয়নি। তাই বৈঠকে মুখ্যমন্ত্রীর রোষানলে পড়েন স্নেহাশিস। দ্রুত পরিবহণ দফতর যেন তাঁকে ওই বিষয়ে সমস্ত তথ্য জানায়, সে বিষয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

অন্য দিকে, আগেই সরকারি আইন পরিকাঠামো ঠিকঠাক করার বিষয়ে মন্ত্রীদের বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে সেই সমস্ত বিষয়ের পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দেখেন, ওই কাজগুলি এখনও হয়নি। সরকারি সূত্রে খবর, সে বিষয়ে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী রাজ্যের আইনমন্ত্রী মলয়কে বাড়তি দায়িত্ব দিয়েছেন। তা ছাড়া মন্ত্রী চন্দ্রিমাকেও বেশ কিছু দায়িত্ব দেন মমতা। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের ‘লিগ্যাল সেল’ থেকে মলয়কে সরিয়ে চন্দ্রিমাকে দায়িত্বে এনেছে তৃণমূল।

Advertisement

কিছু দিন আগে ওয়াকফ-উত্তপ্ত মুর্শিদাবাদ সফরে গিয়ে বেশ কিছু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী, মুর্শিদাবাদে গোলমালের ঘটনার জেরে ফরাক্কাকে নতুন মহকুমা করার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ফরাক্কা, শমসেরগঞ্জ, সুতি-১ এবং ২ ব্লক নিয়ে নতুন ওই মহকুমা তৈরি হবে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার এক সদস্য জানান, মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করে এসেছিলেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে ওই সিদ্ধান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement