Mamata Banerjee

‘এসআইআর দুই-তিন মাসে হয় না, তিন-চার বছর সময় লাগে’, উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে বললেন মমতা

মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৩
Share:

মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

তিনি ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গে রওনা হওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এ কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ-ও জানালেন যে, এই এসআইআর প্রক্রিয়া দু’-তিন মাসে শেষ হয় না। তা সম্পন্ন করতে তিন-চার বছর সময় লাগে।

Advertisement

সোমবার ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলেছে সুপ্রিম কোর্ট। সেই কথা উল্লেখ করে মমতা জানিয়েছেন, আধার কার্ডও এখন পরিচয়পত্র। যাঁর নেই, তিনি করিয়ে নেবেন। পাশাপাশি, নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না। কেন্দ্রীয় সরকার কিছু বললে তবেই মন্তব্য করবেন।

বিহারে ভোটার তালিকার এসআইআর নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছে সে রাজ্যের বিরোধী দলগুলি। এ নিয়ে সরব হয়েছে তৃণমূলও। মঙ্গলবার কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা আবার জানান যে, তৃণমূল এসআইআরের বিরুদ্ধে। তাঁর কথায়, ‘‘এসআইআর প্রক্রিয়ায় তিন-চার বছর সময় লাগে। দু’-তিন মাসে তা হয় না।’’ সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, বিহারে এসআইআরে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে। এই কথা উল্লেখ করে মমতা জানান, আধার কার্ডও এখন ‘আইডেন্টিটি’। তাঁর কথায়, ‘‘যাঁদের আধার কার্ড নেই, তাঁরা করিয়ে নেবেন।’’ ভোটার এপিক কার্ডকেও এই নথি হিসেবে গণ্য করা হোক বলে জানিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেন মমতা। শিলিগুড়িতে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী জানান, শিলিগুড়িতে উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক রয়েছে। পাট্টা দেওয়া হবে। তাঁর কথায়, ‘‘বুধবার জলপাইগুড়ি যাব। ১১ হাজার পাট্টা তৈরি রয়েছে। সেগুলি দিয়ে দেব। পরশু ফিরে আসব কলকাতা।’’

নেপালে বিক্ষোভ দেখাচ্ছে যুবসমাজ। উত্তেজনার আবহে প্রাণ হারিয়েছেন ১৯ জন। ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই নিয়ে প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘নেপাল আমার দেশ নয়। এই নিয়ে মন্তব্য করতে পারি না। প্রতিবেশী দেশ বলে আমরা তাকে ভালবাসি। এখন ভারত সরকার কিছু বললে তবে কিছু বলব।’’ তার পরেই তিনি জানান, শিলিগুড়ি, কালিম্পঙে বিস্তীর্ণ সীমান্ত রয়েছে নেপালের সঙ্গে। সেখানে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement