Digha Jagannath Temple

স্নানযাত্রা উপলক্ষে সাজ সাজ রব দিঘার জগন্নাথধামে! নিজের বাড়ির গাছের আম, কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী

আগামী ২৭ তারিখ রথযাত্রা। তার আগে বুধবার জগন্নাথের স্নানযাত্রা রয়েছে। উল্লেখ্য, গত অক্ষয়তৃতীয়ার দিন উদ্বোধনের পর এ বারই প্রথম রথযাত্রা হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরে। তার প্রস্তুতি বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১০:৫৫
Share:

দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে নিজের বাড়ির আম, কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী। — নিজস্ব চিত্র।

দ্বারোদ্‌ঘাটনের পর এ বারই প্রথম বার রথের চাকা ঘুরতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরে। তাই স্নানযাত্রা উপলক্ষেও দিঘায় সাজ সাজ রব। ইতিমধ্যে নিজের বাড়ির গাছের আম, কাঁঠাল পাঠিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফল দিয়েই বুধবার ভোগ নিবেদন করা হবে জগন্নাথকে। এমনটাই জানিয়েছেন ইসকন কর্তা রাধারমণ দাস।

Advertisement

আগামী ২৭ তারিখ রথযাত্রা। তার আগে বুধবার জগন্নাথের স্নানযাত্রা রয়েছে। উল্লেখ্য, গত অক্ষয়তৃতীয়ার দিন উদ্বোধনের পর এ বারই প্রথম রথযাত্রা হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরে। তার প্রস্তুতি বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী সকালেই নিজের বাড়ির গাছ থেকে আম, কাঁঠাল পাড়িয়ে দিঘায় ইসকন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেই ফল দিয়েই বুধবারের স্নানযাত্রা পর্বের ভোগ দেওয়া হবে জগন্নাথকে। গোটা ব্যবস্থার তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস। তিনি বলেন, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির গাছের আম, কাঁঠাল পাঠিয়েছেন। আজ জগন্নাথদেবকে যে ৫৬ ভোগ দেওয়া হবে, তার মধ্যে মুখ্যমন্ত্রীর পাঠানো ফলও থাকবে।’’

প্রসঙ্গত, রথযাত্রার আগে বুধবারই শেষ বারের মতো ভক্তদের মাঝে ধরা দেবেন জগন্নাথ। প্রথা অনুযায়ী স্নানযাত্রার পর জ্বর আসবে তাঁর। ফলে প্রায় এক পক্ষের জন্য লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন তিনি। তার আগে তাঁর রাজকীয় স্নানযাত্রার জন্য দিঘার জগন্নাথ মন্দিরে মণ্ডপও তৈরি হয়ে গিয়েছে। স্নানযাত্রার সময় বেলা ১১টা। নির্ধারিত সময়ে নির্দিষ্ট মণ্ডপে বিশেষ উপচারের মধ্যে দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা সম্পন্ন হবে। রাতে গজবেশে ভক্তদের সামনে দেখা দেবেন জগন্নাথদেব। তার পরেই অন্তঃপুরে চলে যাবেন তিনি। এর পর ২৬ জুন খুলবে মন্দিরের দরজা। ওই দিন রথে চড়ে মাসির বাড়ি রওনা দেবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement