জবাবে ক্ষুব্ধ, মমতার ভর্ৎসনা দুই মন্ত্রীকে

বিধানসভায় উত্তর দিতে আসায় মুখ্যমন্ত্রীর কড়া ভর্ৎসনার মুখে পড়লেন পর্যটনমন্ত্রী এবং বনমন্ত্রী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ০২:০৫
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়

দফতরের কাজ সম্পর্কে স্পষ্ট না জেনে বিধানসভায় উত্তর দিতে আসায় মুখ্যমন্ত্রীর কড়া ভর্ৎসনার মুখে পড়লেন পর্যটনমন্ত্রী এবং বনমন্ত্রী।

Advertisement

বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পলাশীর সৌন্দর্যায়ন বা শব্দ-ধ্বনি ব্যবস্থা শুরু করা নিয়ে রাজ্যের কোনও ভাবনা রয়েছে কি না, জানতে চান তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। পর্যটন মন্ত্রী গৌতম দেব বিষয়টি ভেবে দেখার কথা বলতেই মুখ্যমন্ত্রী তাঁকে থামিয়ে ধমকের সুরে বলেন, ‘‘গৌতম ভাল করে পড়াশোনা করবে।’’ মমতা বলেন, ‘‘হেরিটেজ বিভাগ পর্যটন দফতরের সঙ্গে মিলে পলাশীতে সমীক্ষা চালিয়েছে। ওরাই এই কাজটা ওখানে করবে।’’

এর পরে কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়াতেও পর্যটনকেন্দ্র করা হবে কি না, তার জবাবও দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পর্যটন প্রকল্পগুলি নিয়ে পর্যটন মন্ত্রীকে ‘মাথা ঘামাতে’ও নির্দেশ দেন মমতা।

Advertisement

এর পরে রাজ্যের বনাঞ্চলে গাছ কেটে নেওয়ার কত অভিযোগ রয়েছে এবং তা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে চান কংগ্রেসের অসিত মিত্র। এর জবাবে নদীভাঙনে বনাঞ্চল গ্রাস এবং কাঁটাতার দিয়ে বনাঞ্চল ঘিরে রাখার ভাবনার কথা বলতে শুরু করেন বনমন্ত্রী বিনয় বর্মন। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বনমন্ত্রীকে ধমকে বলেন, ‘‘নির্দিষ্ট প্রশ্নের নির্দিষ্ট জবাব দেবেন। এই প্রশ্নটা আমি জানতে চাইলে কী উত্তর দিতেন?’’ গাছ কাটা আটকাতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মমতা বলেন, ‘‘বনাঞ্চলের স্থানীয় ছেলেমেয়েদের বন-সুরক্ষায় নিয়োগ করা হবে। পুলিশের পাশাপাশি মন্ত্রী এবং দফতরের আধিকারিকদেরও বিষয়টিতে নজর রাখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন