আসছেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার আলিপুরদুয়ারের জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার উদ্বোধনের কথাও রয়েছে। জেলায় জেলায় প্রশাসনিক সভার জন্য মুখ্যমন্ত্রীর সফর নতুন কিছু নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ০২:৩১
Share:

পরিদর্শন: স্টেডিয়াম দেখছেন মন্ত্রী। নিজস্ব চিত্র

কনকনে ঠান্ডায় নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন তিনি। মঙ্গলবার আলিপুরদুয়ারের জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার উদ্বোধনের কথাও রয়েছে। জেলায় জেলায় প্রশাসনিক সভার জন্য মুখ্যমন্ত্রীর সফর নতুন কিছু নয়। তবে পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর দুই জেলা সফরে রাজনৈতিক বার্তাও থাকবে বলে নিশ্চিত দলের নেতা-কর্মীরা। যে কারণে আলিপুরদুয়ার শহরের ডুয়ার্সকন্যার উদ্বোধন মুখ্যমন্ত্রী করবেন গ্রামের মাঠে বাঁধা মঞ্চ থেকে।

Advertisement

ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গে সংগঠন তৈরিতে কোমর বেঁধেছে বিজেপি। উত্তরবঙ্গে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা প্রতি মাসেই আলিপুরদুয়ার-কোচবিহার যাচ্ছেন। একপ্রস্থ উত্তরবঙ্গ সফর করে গিয়েছেন একদা তৃণমূলের ‘নম্বর টু’ মুকুল রায়ও।

এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য একাধিক নতুন প্রকল্পের ঘোষণা এই সফরে করতে পারেন বলে আশা তৃণমূল নেতাদের। উত্তরবঙ্গের কয়েকজন বাছাই করা নেতাদের নিয়ে বৈঠকও হতে পারে বলে সূত্রের খবর।

Advertisement

এখনও পর্যন্ত স্থির হওয়া সরকারি সফরসূচি অনুযায়ী, আজ সোমবারে মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা চলে আসবেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। উত্তরবঙ্গ উৎসব উদ্বোধনের পরে থাকবেন উত্তরকন্যা লাগোয়া কন্যাশ্রীতে। আগামী মঙ্গলবার হেলিকপ্টারে পৌঁছবেন আলিপুরদুয়ারে। শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে উত্তর পারোকাটায় একটি সরকারি সভা রয়েছে। সেখান থেকে ডুয়ার্সকন্যা ভবনের উদ্বোধন হবে। সভা সেরে ফের শিলিগুড়িতে ফিরে আসার কথা রয়েছে। পরদিন বুধবার প্রশাসনিক বৈঠক সেরে কলকাতায় রওনা হওয়ার কথা রয়েছে। যদিও পুলিশের একটি সূত্রের দাবি, শেষ মুহূর্তে সফরসূচি কিছুটা পরিবর্তনও হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন উদ্বোধনের সরকারি সভা লাগোয়া উত্তর পারোকাটা এলাকায় করার পেছনেও পঞ্চায়েতের অঙ্ক রয়েছে বলে দাবি।

শহরে সভা হলে প্রবল শীতের মধ্যে গ্রামের বাসিন্দারা বেশি সংখ্যায় আসতে পারবেন না বলে তৃণমূলের অনেকের ধারণা। সে কথা খেয়াল রেখেই সভার আয়োজন হয়েছে গ্রামে। জেলার এক তৃণমূল নেতার কথায়, ‘‘বিজেপি নানা অপপ্রচার করছে। দলনেত্রী এসে সবেরই জবাব দেবেন।’’ শুধু আলিপুরদুয়ার নয় লাগোয়া কোচবিহার জেলার জন্যও একগুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা হবে বলে আশা তৃণমূল কর্মীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন