Mamata Banerjee

তাঁর গান স্কুলে শিখুক পড়ুয়ারা, চান মুখ্যমন্ত্রী

কবি ও সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ আগেই। সেই সঙ্গেই গান রচনা ও তার সুর সৃষ্টিও করে চলেছেন মুখ্যমন্ত্রী। উৎসবের মরসুমে তাঁরই লেখা ১৭টি গানের একটি অ্যালবামও প্রকাশিত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৮
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

সরকারি প্রকল্প ‘কন্যাশ্রী’ নিয়ে তাঁর লেখা গান ছাত্র-ছাত্রীদের কেন শেখানো হয় না! পুজোর উদ্বোধনে গিয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা প্রসঙ্গে এ কথা জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘আমি করে দিয়েছিলাম গানটা। শিক্ষক-শিক্ষিকাদের (টিচারদের) বলবে!’’

কবি ও সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ আগেই। সেই সঙ্গেই গান রচনা ও তার সুর সৃষ্টিও করে চলেছেন মুখ্যমন্ত্রী। উৎসবের মরসুমে তাঁরই লেখা ১৭টি গানের একটি অ্যালবামও প্রকাশিত হয়েছে। এ বার নিজের লেখা একটি গান স্কুলে শেখানোর জন্য ইচ্ছার কথা শোনা গিয়েছে তাঁর গলায়। খিদিরপুর ২৫ পল্লির পুজো মণ্ডপের উদ্বোধন অনুষ্ঠানে সোমবার ছাত্র-ছাত্রীদের দেখে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা শুরু করেন। তাদের জিজ্ঞেস করেন, ‘‘তোমরা ‘কন্যাশ্রী’ গানটা জানো?’’ পড়ুয়াদের জবাব শুনে তিনি বলেন, ‘‘তোমাদের স্কুলে কেন শেখানো হয় না?’’ তার পরেই নিজে গানের কথার খানিকটা অংশ বলে দেন।

এখানেই মুখ্যমন্ত্রীকে তাঁর মায়ের একটি ছবি উপহার দিয়েছেন উদ্যোক্তারা। ছবিটির জন্য প্রশংসা করলেও তিনি বলেন, ‘‘আমি চাই না, আমার পরিবার নিয়ে কিছু হোক। বাবা- মা’কে নিয়ে আমি কিছু করিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন