বিদায়বেলায় কত নম্বরে রইল ‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক? ছবি: সংগৃহীত।
প্রতি সপ্তাহে টিআরপি-র ওঠাপড়া ছোটপর্দার শিল্পীদের কাছে নতুন কিছু নয়। এই সপ্তাহে কেউ এগিয়ে, আবার অন্য সপ্তাহে কেউ পিছিয়ে। চলতি সপ্তাহের টিআরপিতেও এসেছে বিপুল পরিবর্তন। বেশ কয়েক সপ্তাহ পরে হারানো জায়গা ফেরত পেয়েছে ‘পরিণীতা’। কিছুটা পিছিয়ে পড়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। প্রথম দুই সপ্তাহের তুলনায় নম্বর কমেছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকেরও।
সম্প্রতি ‘পরিণীতা’ ধারাবাহিকে দেখা গিয়েছে, রায়ানের ছোটবেলার বান্ধবী মহুল এসেছে বিদেশ থেকে। মা-কে নিয়ে সেই বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছে নায়ক। আর স্বামীকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করেছে পারুল। ফলে এখন নায়ক-নায়িকার মধ্যে ভুল বোঝাবুঝি, মান-অভিমানের শুরু। বোঝা যাচ্ছে, ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন হতে চলেছে। এই নতুন মোড় দর্শকের আগ্রহ বাড়িয়েছে। ৭.১ পেয়ে এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’।
হাড্ডাহাড্ডি লড়াই জারি। কিন্তু তাতেও খুব বেশি পিছিয়ে পড়েনি পরশুরাম এবং তটিনীর কাহিনি। প্রথম তিন থেকে তাদের সরানো যে বেশ কঠিন, সেই আঁচই পাওয়া গেল চলতি সপ্তাহের টিআরপিতে। তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু জুটির এই ধারাবাহিক পেয়েছে ৬.৯। নম্বর বেড়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকেরও। বরং প্রথম তিন থেকে ছিটকে গিয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। প্রথম দুই সপ্তাহের থেকে কিছুটা পিছিয়ে পড়েছে এই কাহিনি। ৬.৮ পেয়ে তৃতীয় স্থানে আছে ‘রাঙামতী তিরন্দাজ’। আর ৬.৬ পেয়ে চতুর্থ হয়েছে স্বস্তিকা দত্ত অভিনীত এই কাহিনি। তবে বিদায়বেলাতেও প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’ এবং ‘ফুলকি’। দুটি গল্পেরই শুটিং শেষ। শেষবেলায় পঞ্চম স্থানে রয়েছে দুই কাহিনি। তাদের প্রাপ্ত নম্বর ৬.৪।