ছাত্র-নিগ্রহে কলেজের কর্মী সাসপেন্ড

রবিবার কলেজের পরিচালন সমিতির জরুরি বৈঠকে সাত সদস্যের তদন্ত কমিটি গড়া হয়। কমিটি সাত দিনে রিপোর্ট দেবে। ঠিক হয়েছে: এ বার থেকে বহিরাগতদের খাতায় সই করে কলেজে ঢুকতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ০৪:০৩
Share:

ছবি: সংগৃহীত

সেন্ট পলস কলেজে ছাত্রনেতাকে নগ্ন করে নিগ্রহের ঘটনার জেরে সাসপেন্ড করা হল শিক্ষাকর্মী অনন্ত প্রামাণিককে। সেই সঙ্গেই এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন কলেজ-কর্তৃপক্ষ।

Advertisement

রবিবার কলেজের পরিচালন সমিতির জরুরি বৈঠকে সাত সদস্যের তদন্ত কমিটি গড়া হয়। কমিটি সাত দিনে রিপোর্ট দেবে। ঠিক হয়েছে: এ বার থেকে বহিরাগতদের খাতায় সই করে কলেজে ঢুকতে হবে। ৫টার পরে তালা পড়বে ফটকে। স্থানীয় থানাকে আপাতত কলেজে রক্ষী মোতায়ন করতে অনুরোধ জানানো হয়েছে।

১৭ মে ওই কলেজে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের এক পদাধিকারীকে নগ্ন করে হেনস্থা এবং তার ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টিএমসিপি-র নেতা অর্ণব ঘোষ, শিক্ষাকর্মী অনন্ত এবং বহিরাগত টিএমসিপি সদস্য শেখ ইনামুল হক ওরফে তপুর বিরুদ্ধে। নিগৃহীত ছাত্র আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ দিনও জানান, দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। কলেজ ব্যবস্থা না-নিলে ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement